বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৪

ও এম জি!!!

৮৯.৬ জানি কোনটা? রেডিও টুডে না? 

যাই হোক, ঐটাতে দুপুর বেলা একটা প্রোগ্রাম হয়। গত পরশু আমার মেয়ে জয়ীকে স্কুল থেকে আনার সময় শুনছিলাম। প্রোগ্রামটার নাম হলো "ও এম জি"; উপস্থাপনা করে দু'জন মেয়ে আরজে। একজনের নাম ক্ষানিইজ (আসল নাম মনে হয় কানিজ), আরেকজনের এইঞ্জেলিইন (মনে হয় অ্যাঞ্জেলিন) ।  

তাদের কথোপকথনের কিছুটা পার্ট তুলে ধরছি। এক বিন্দুও মিথ্যা না।  উপরে আল্লাহ, নিচে জয়ী সাক্ষী। কথোপকথনটা ব্যাঁকা হয়ে দাঁড়িয়ে, হাত নেড়ে নেড়ে, দুলে দুলে পড়লে বেশি ফিল পাবেন। 

-------------------

এইঞ্জেলিইন: ও এম জি ক্ষানিইজ, তুমি এখনো একবাড়ও তোমাড় বান্ধবী দীপিকা, ক্যাটড়িনা আড় কাড়িনা কে নিয়ে কিছু বললা না? হাউজ দ্যাট পসিবল? 

ক্ষানিইজ: ও এম জি!!!!! ড়িয়ালি!!!! আমি কিভ্যাবে এঠা ভুলে গেলাম এইঞ্জেলিইন !!! শিট। শোনো না কি হইসে। আজকে সকালেই তো আমাকে কাড়িনা ফোন কড়লো। শি ওয়াজ সোওওও টেন্সড, ইউ নো। 

এইঞ্জেলিইন: টেন্সড? হোয়াই? হোয়াস্সাপ উইথ হার?

ক্ষানিইজ:  তুমি ঝানো না? ও এম জি!!! ওড় তো আড় জিড়ো ফিগাড় নাই, বুঝলা। ওর ফিগাড়ের সাথে অ্যাড হইসে আড়ও কতগুলা জিড়ো। হা হা হা, এখন তো সাইফ আড় ওকে পাত্তাই দেয় না।  কি অফুল অবস্থা, তাই না?

এইঞ্জেলিইন: ও এম জি!!! সিরিয়াসলি কাড়িনা তোমাকে এগুলা বলসে? আআআই ডোন্ট বিলিভ দিস!"  .........

------------------

বোন কানিজ, বোন অ্যাঞ্জেলিন, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই।  তোমাদের এই বয়সে তোমরা তো একটু-আধটু পাগলামি করতেই পারো।

কিন্তু যদি এই লেখাটা তোমাদের  কারো চোখে পরে, আমার একটা উপকার কোরো। তোমাদের প্রোগ্রামের যে হেড, তাকে আমার হয়ে একটু বলে দিও, রাস্তাঘাটে সাবধানে বের হতে।

যদি কখনো সামনে পাই, পার্মানেন্টলি ব্যাঁকা বানিয়ে দিব।  তখন হাত নেড়ে নেড়ে, দুলে দুলে কথা বলা ছাড়া তার আর কোনো উপায় থাকবে না।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন