মা'গো তোমার শূন্য পানের বাটা,
আধেক বোতল নিদ্রাকুসুম তেল,
সুগার মাপার মেশিন আর ইনসুলিনের সুঁই
ডুকরে কেঁদে বলছে শুধুই - কোথায় গেলি তুই?
তোমার বাজার সদাইপাতির
মেরুন বাকির খাতা,
সাদার উপর লাল বুননের
নরম নকশী কাঁথা,
আলমারিটার তাক-ভর্তি শাড়ি,
পাতিল-চামচ-কড়াই-খুন্তি-হাড়ি,
মা'গো, তোমায় ছাড়া
আমার একলা লাগে ভারি।
বারান্দা আর ছাদ-ভর্তি গাছ,
শখের অ্যাকুরিয়াম, রঙিন মাছ,
ভ্যাসলিন আর গ্লিসারিনের শিশি
তোমায় খুঁজে ফিরছে অহর্নিশি।
সারি সারি বয়াম আচার ভরা,
খাটের পাশে দড়ি-বেতের মোড়া,
মা'গো তোমায় ছাড়া
ক্যামনে থাকবে ওরা?
তোমার চেনা ঘরটায় একলা যখন যাই
অচেনা এক কষ্টে চোখ ভিজাই।
আধেক বোতল নিদ্রাকুসুম তেল,
সুগার মাপার মেশিন আর ইনসুলিনের সুঁই
ডুকরে কেঁদে বলছে শুধুই - কোথায় গেলি তুই?
তোমার বাজার সদাইপাতির
মেরুন বাকির খাতা,
সাদার উপর লাল বুননের
নরম নকশী কাঁথা,
আলমারিটার তাক-ভর্তি শাড়ি,
পাতিল-চামচ-কড়াই-খুন্তি-হাড়ি,
মা'গো, তোমায় ছাড়া
আমার একলা লাগে ভারি।
বারান্দা আর ছাদ-ভর্তি গাছ,
শখের অ্যাকুরিয়াম, রঙিন মাছ,
ভ্যাসলিন আর গ্লিসারিনের শিশি
তোমায় খুঁজে ফিরছে অহর্নিশি।
সারি সারি বয়াম আচার ভরা,
খাটের পাশে দড়ি-বেতের মোড়া,
মা'গো তোমায় ছাড়া
ক্যামনে থাকবে ওরা?
তোমার চেনা ঘরটায় একলা যখন যাই
অচেনা এক কষ্টে চোখ ভিজাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন