শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৪

সাকিব

উই আর এ ড্যাম প্রাউড পোলারাইজড নেশন। 

না, আমি পুরা দেশের কথা বলছি না।  কিন্তু ইহা প্রমানিত যে, এই ফেইসবুক দুনিয়ার বাসিন্দাদের যেকোনো ইস্যুতে দুই ভাগ হয়ে যেতে এক মুহূর্তও লাগে না।  নাস্তিক-আস্তিক'এর দলাদলি  তো সেই কবে থেকে। ভাষা নিয়েও মাশাল্লাহ ভালই ভাগাভাগি দেখছি - ভাষাকে কি বহতা নদীর মত বয়ে যেতে দেয়া উচিত নাকি ভাষাকে যক্ষের ধনের মত আগলে রাখা উচিত, সে নিয়েও দেখলাম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। রিসেন্ট ক্রেজ "গুন্ডে"র গুন্ডামির প্রতিবাদ করাটা কি কাজের কাজ হলো, নাকি ভ্যারেন্ডা ভাজা হলো সে নিয়েও ফেইসবুক দুইভাগ। 

এইবার শুরু হলো সাকিব-সাকিব খেলা। কানামাছি মিথ্যা, নাকি কানামাছি সত্য? কানামাছি তুমি আমি যে যার মত থাকার তুই কে রে শালা? 

পারিও ভাই আমরা! ব্রাভো।  

দুইটা জিনিস শিখলাম: 

১. ইন্টারনেটে যেকোনো ইস্যু নিয়ে চিল্লাফাল্লা করতে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি। একদিনের মধ্যে একটা মুভিকে ৬.১ রেটিং থেকে কুপিয়ে ১.২তে নামিয়ে আনা পসিবল হয়েছে হয়ত কোপাকুপিটা তর্জনীনির্ভর ছিল বলেই। পজিটিভলি নিতে চাই ব্যাপারটাকে। একটা কমিটি তৈরী করে লেট্স ফাইন্ড আউট কি কি ওয়ার্ল্ড রেকর্ড আছে যেগুলা ইন্টারনেট এবং জনসংখ্যা নির্ভর। সকল রেকর্ড ভেঙ্গে দেয়ার ক্ষমতা আমাদের আছে।  ইনশাল্লাহ। (* এত বেশি বেকার ইন্টারনেট ইউজার আর কোনো দেশে আছে বলে মনে হয়না। ইয়ে... মানে... আমিও কিন্তু এদেরই একজন। এবং এক্ষেত্রে একমাত্র কম্পিটিশন শুধুমাত্র বড়ভাই ইন্ডিয়াই হতে পারে) 

২. বাংলাদেশ আওয়ামীলিগ কিন্তু জোশ দেশ চালাচ্ছে। । বলুন তো, শেষ কবে আমরা, মানে ফেইসবুক-ভিত্তিক পাকনা-জনগোষ্ঠী সরকার বা সরকারী দলের কোনো এমপি-মন্ত্রীর পিন্ডি চট্কেছি? এক দুষ্টু এমপি বিড়ি খেয়ে সরি বলার পর আর কোনো দুষ্টামি তারা করেছে বলে তো মনে পড়ছে না। পাকনা গ্রুপ এত লক্ষী আগে কবে ছিল তা মনে হয় খোদ সরকারের ওপরওয়ালারাও মনে করতে পারবেন না। 

শেষকথা: 

ফুল ফুটুক আর নাই ফুটুক, বসন্তকে যেমন আসতেই হয়; সাকিব থাকুক আর না থাকুক, লেট্স শো দা লঙ্কানস - বানর যখন বাঘের লেজ ধরে টান দেয়, বাঘ তখন সিংহকেও ছেড়ে কথা বলে না।

আমার এই কোথায় ফেইসবুকবাসী দুই ভাগ হবে না বলেই আমার বিশ্বাস। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন