এবারের একুশে ফেব্রুয়ারি'তে আমি স্বার্থপরের মত নিজেকে নিয়ে থাকতে চাই।
ভাষা কোথায় ভেসে গেল, অন্তত আজকে আমি সেটা নিয়ে বিচলিত না। কোন হিন্দী ছবি বাংলাদেশের ইতিহাস বিকৃত করেছে, আর তা নিয়ে সবাই ক্ষোভ প্রকাশ করছে, অন্তত আজকে আমি সেটা নিয়ে চিন্তিত না। বাংলাদেশের ক্রিকেটারদের সাথে এখন কি করা উচিত, এই মুহুর্তে সেটা আমার মগজের ক্ষুদ্রতম জায়গা জুড়েও নাই।
আমার কাছে এবারের একুশের ফেব্রুয়ারি মানে একুশে জানুয়ারির এক মাস পূর্তি।
এক মাস আগের ঠিক এই দিনটার এই সময়টাতে নিচতলার গ্যারেজে মসজিদ থেকে নিয়ে আসা একটা খাটিয়াতে আম্মা শুয়ে ছিলেন। আর কিছুক্ষণ পর আমরা সবাই মিলে আম্মাকে বনানীতে রেখে আসতে গিয়েছিলাম। চিরতরে।
এই দিনটা আমি একান্তই স্বার্থপরের মত একা একা আম্মাকে নিয়ে থাকতে চাই।
আমার এই আচরণ নরমাল নাকি অ্যাবনরমাল, সেটা নিয়েও আমি বিন্দুমাত্র বিব্রত নই।
ভাষা কোথায় ভেসে গেল, অন্তত আজকে আমি সেটা নিয়ে বিচলিত না। কোন হিন্দী ছবি বাংলাদেশের ইতিহাস বিকৃত করেছে, আর তা নিয়ে সবাই ক্ষোভ প্রকাশ করছে, অন্তত আজকে আমি সেটা নিয়ে চিন্তিত না। বাংলাদেশের ক্রিকেটারদের সাথে এখন কি করা উচিত, এই মুহুর্তে সেটা আমার মগজের ক্ষুদ্রতম জায়গা জুড়েও নাই।
আমার কাছে এবারের একুশের ফেব্রুয়ারি মানে একুশে জানুয়ারির এক মাস পূর্তি।
এক মাস আগের ঠিক এই দিনটার এই সময়টাতে নিচতলার গ্যারেজে মসজিদ থেকে নিয়ে আসা একটা খাটিয়াতে আম্মা শুয়ে ছিলেন। আর কিছুক্ষণ পর আমরা সবাই মিলে আম্মাকে বনানীতে রেখে আসতে গিয়েছিলাম। চিরতরে।
এই দিনটা আমি একান্তই স্বার্থপরের মত একা একা আম্মাকে নিয়ে থাকতে চাই।
আমার এই আচরণ নরমাল নাকি অ্যাবনরমাল, সেটা নিয়েও আমি বিন্দুমাত্র বিব্রত নই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন