শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৪

ফুড পয়জনিং

আমাদের বাসার অবস্থা বেশ খারাপ। 

গত দুইদিন ধরে আব্বা আর জয়ী'র ফুড পয়জনিং, দু'জনই প্রচন্ড উইক। জীয়ন যা খাচ্ছে, তাই বমি করে দিচ্ছে। আজকে থেকে হাসিবের শরীরও খারাপ - সেইম ফুড পয়জনিং। অবস্থা আসলেই বেশ খারাপ আমাদের সবার। 

তো ... আমরা ইনভেস্টিগেশন করতে বসলাম - কাহিনী কি? সবার কেন একই সময় এমন হলো।  নাহ, বাইরের খাবার তো খাওয়া হয়নাই, জার্মটা তাহলে আসল কোত্থেকে? 

দীর্ঘ আলোচনা, পর্যালোচনা, অনুসন্ধান শেষে সিদ্ধান্তে উপনীত হওয়া গেল যে আমাদের নিউকামার বুয়া অনেক ফাঁকিবাজ; সে নিশ্চয়ই পানি ঠিকমত ফুটায় নাই।  মানে, বলেছে ফুটিয়েছে, কিন্তু সত্যি সত্যি ফুটায় নাই।  

যুক্তিতে জোর আছে, আমরা সবাই কনভিন্সড। 

তারপর শুরু হলো দোষটা আসলে কার সেই অ্যানালাইসিস। আমরা নতুন বুয়া'র গুষ্টি উদ্ধার করতে লাগলাম। কিন্তু আমার বউ সব দোষ নিজের কাঁধে নিয়ে নিল - "নাহ, আমারই উচিত হয় নাই মহিলার কথা বিশ্বাস করা।  ওর চোখে-মুখে ফাঁকিবাজি; ইশ্শ, ক্যান যে নিজে চেক করলাম না!" 

আমার খালা বৌএর সাথে একমত হলো - "আসলেই, পানি ফুটানোর ব্যাপারে কাউরে বিশ্বাস করবা না। বাসায় যেহেতু বাচ্চা আছে, এই কাজটা নিজের হাতে করবা।"

খালা যেহেতু টিচার মানুষ এবং আমার বউ'কে অনেক আদর করে, তার কথায় আমার বউ আরো কনভিন্সড হলো যে দোষটা আসলে ওরই।  

............

ওয়েইট ওয়েইট ওয়েইট ... 

কি সুন্দর করেই না আমরা নিজেরা নিজেরাই দোষ ভাগাভাগি করে নিচ্ছি। যে পানির জন্যে আজকে বাসাশুদ্ধ মানুষ অসুস্থ হয়ে পড়ল, সেজন্য আমরা কেউ ওয়াসা'কে দোষ দেয়ার কথা ভাবছি না!!!

অ্যাজ ইফ, ওয়াসা'র পানিতে তো জার্ম থাকতেই পারে। ওদের কি দোষ? বাসায় পানি যে পাচ্ছি, এই কি বেশি না? 

...........

কে বলে আমরা শুধু সরকারের সমালোচনা করি? জার্ম-ভর্তি ওয়াসা বা ননপ্রোডাক্টিভ স্পার্ম-ভর্তি বিটিভি'র মত সরকারী প্রতিষ্ঠানগুলিকে তো আমরাই আদরে-সোহাগে সকল সমালোচনা থেকে আড়াল করে রেখেছি। 

লেট্স বাই এ নিউ ওয়াটার ফিল্টার এন্ড ফায়ার দা বুয়া। প্রবলেম সলভড।  কেইস ডিসমিসড।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন