সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৪

সামনে ভালো দিন আসছে।

কিছু মানুষের কমেন্ট পড়ে মেজাজ চরম গরম হয়ে আছে। কিছু জিনিস ক্লিয়ারলি বলি। 

১. আমি আগেও ক্রিকেটারদের পক্ষে ছিলাম। এখনো আছি। ভবিষ্যতেও থাকব। তাই ওদের দোষ দেয়ার বদলে কপালকে দোষ দিতেই আমি বেশি ভালো ফিল করি। ভাই রে, ওরাও ম্যাচ হারতে চায় না। ম্যাচ হারার কষ্ট আমাদের থেকে ওদের কম লাগে না। ম্যাচ হারার পর আমরা চোখের পানি মুছি, দুইটা গালি দেই, তারপর যার যার কাজে ব্যস্ত হয়ে পরি। কিন্তু ওদের পরের ম্যাচ নিয়ে ভাবতে হয়, মন শক্ত করতে হয়, প্রতিজ্ঞা করতে হয় যেন পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে। ওদের জন্য পুরা রেসপেক্ট আমার সবসময় থাকবে।

২. আবেগের বশবর্তী হয়ে আমরা অনেক কিছু করি। সমালোচনা করি, গালাগালি করি - ইনফ্যাক্ট যাচ্ছেতাই ভাষায় গালাগালি করি (সাকিবের ফেইসবুক পেইজের কিছু কমেন্ট পরে মনে হলো লজ্জায় মরে যাই) ... একটা কথা শুধু মাথায় রেখেন, আমাদের ক্রিকেটাররা আমাদের দেশের অন্যান্য বেশির ভাগ পেশার মানুষদের মত বেশরম-বেহায়া না। যদি কোনদিন আমাদের এইসব কথা শুনে অভিমান করে সাকিব-মুশফিক-নাসির রা খেলা ছেড়ে দেয়, হাডুডু খেলা দেখবেন তখন পপকর্ন খেতে খেতে? মাইন্ড ইট, ওরা টাকার জন্য খেলে না। দেশের জন্য খেলে। ওদের কাছে থেকে চিনি বলেই কথাটা এত জোর গলায় বলতে পারলাম।

৩. ওদের হাতেই দেশ, ১৬ কোটি মানুষের আবেগ-হাসি-কষ্ট। আমরা কিন্তু 'কে কার ছেলে' বা 'কে কার মেয়ের জামাই' - এইসব দেখে এদের টিমে চান্স দেইনাই। এই স্টেজে ক্রিকেট খেলা গানের সিডি বের করা না যে জামাই চ্যানেলের মালিক হলেই গায়িকা হয়ে গেলাম। বা বই মেলায় বই বের করার মতও না যে আদর'এর সাথে চাদর মিলাতে পারি বলে একটা কবিতার বই বের করে ফেললাম। ওদের যোগ্যতা বলেই ওরা আজকে এই জায়গায়। ওদের উপর ভরসা রাখুন, নাহলে অন্য খেলা দেখেন।

৪. আবারও বলছি, সময়টা কেন জানি ভালো যাচ্ছে না। কিন্তু খুব শীঘ্রই ভালো সময় আসবে। আর যখন আসবে, শামসু কোপাবে, মুশফিক গ্যালারী মাতাবে, সাকিব মাঠ কাঁপাবে ... যে যে সামনে পরবে, কুকুরের মত জিব্বা বের করে হ্যা হ্যা করে হাঁপাবে।

সামনে ভালো দিন আসছে। বাজি লাগতে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন