ছোটবেলায় একবার গোলকিপার হওয়ার ইচ্ছা হলো। বাসার উঠানে ছোট ভাইকে নিয়ে শুরু করলাম প্র্যাকটিস। পিচ্চি ছোটভাই দুব্বল-দুব্বল শট মারে, আমি অনায়াসে ধরে ফেলি। ধুর, কোনো মজাই নাই। নতুন বুদ্ধি বের করলাম। আমি দাঁড়াব গোলপোস্টের একদম ডানদিকে, ছোটভাই শট নিবে একদম বামদিকে। তারপর আমি ডাইভ দিয়ে বল ধরব; হেভি উত্তেজনা হবে।
উত্তেজনা আনার জন্য সহজ খেলাটাকে কঠিন করে কাজের কাজ একটাই হয়েছিল, পিচ্চি ভাই চামে-চিকনে আমার গোলপোস্টে বেশ কয়েকবার বল ঠিকই ঢুকাতে সাকসেসফুল হয়েছিল।
বিশ্বাস করি, শুধুমাত্র উত্তেজনা বাড়ানোর জন্যই, মানে ... দর্শকদের মজা দেয়ার জন্যই বাঘের বাচ্চাগুলা আজকের সহজ খেলাটাকে কঠিন করে তুলেছে।
দোআ করি, ফাঁক গলে যেন ওয়ান ডে'তেও গোল খেয়ে না যাই।
উত্তেজনা আনার জন্য সহজ খেলাটাকে কঠিন করে কাজের কাজ একটাই হয়েছিল, পিচ্চি ভাই চামে-চিকনে আমার গোলপোস্টে বেশ কয়েকবার বল ঠিকই ঢুকাতে সাকসেসফুল হয়েছিল।
বিশ্বাস করি, শুধুমাত্র উত্তেজনা বাড়ানোর জন্যই, মানে ... দর্শকদের মজা দেয়ার জন্যই বাঘের বাচ্চাগুলা আজকের সহজ খেলাটাকে কঠিন করে তুলেছে।
দোআ করি, ফাঁক গলে যেন ওয়ান ডে'তেও গোল খেয়ে না যাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন