গভ্ট ইনফো থেকে আজ সকালে এই মেসেজটা কে কে পেয়েছেন?
"আজ ২৫ ফেব্রুয়ারি। ২০০৯ সালের এই দিনে ইতিহাসের নিকৃষ্টতম হত্যাযজ্ঞে আমরা হারিয়েছিলাম ৫৭ জন সেনা সদস্যসহ মোট ৭৪ জন বাংলাদেশীকে। সেসময়ের দায়িত্বপ্রাপ্ত সরকার হিসেবে এই ব্যর্থতার সকল দ্বায়ভার স্বীকার করে নিয়ে সকলের কাছে অনুরোধ করছি নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোআ করতে। মানুষ হিসেবে, বাংলাদেশী হিসেবে আমরা লজ্জিত। - গভ্ট অফ পিপল্স রিপাবলিক অফ বাংলাদেশ।"
........
কি বলেন? আপনি পান নাই এই এসএমএস? সিরিয়াসলি?
.........
আমিও পাই নাই। ইন ফ্যাক্ট, কেউই পায় নাই।
কারণ, এমন কোনো মেসেজ আসলে গভ্ট ইনফো থেকে পাঠানোই হয় নাই। কিন্তু পাঠালে ভালো হতো না?
কিছু কিছু ঘটনা বারবার মনে করিয়ে দেয়া উচিত। কিছু কিছু দুঃস্বপ্ন মনে করে বারবার আমাদের লজ্জিত হওয়া উচিত।
"আজ ২৫ ফেব্রুয়ারি। ২০০৯ সালের এই দিনে ইতিহাসের নিকৃষ্টতম হত্যাযজ্ঞে আমরা হারিয়েছিলাম ৫৭ জন সেনা সদস্যসহ মোট ৭৪ জন বাংলাদেশীকে। সেসময়ের দায়িত্বপ্রাপ্ত সরকার হিসেবে এই ব্যর্থতার সকল দ্বায়ভার স্বীকার করে নিয়ে সকলের কাছে অনুরোধ করছি নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোআ করতে। মানুষ হিসেবে, বাংলাদেশী হিসেবে আমরা লজ্জিত। - গভ্ট অফ পিপল্স রিপাবলিক অফ বাংলাদেশ।"
........
কি বলেন? আপনি পান নাই এই এসএমএস? সিরিয়াসলি?
.........
আমিও পাই নাই। ইন ফ্যাক্ট, কেউই পায় নাই।
কারণ, এমন কোনো মেসেজ আসলে গভ্ট ইনফো থেকে পাঠানোই হয় নাই। কিন্তু পাঠালে ভালো হতো না?
কিছু কিছু ঘটনা বারবার মনে করিয়ে দেয়া উচিত। কিছু কিছু দুঃস্বপ্ন মনে করে বারবার আমাদের লজ্জিত হওয়া উচিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন