রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৪

বিলাই

আমার একটা গানের খাতা আছে। গিটারের কর্ডসহ গানের লিরিক লেখা। 

মাঝেমাঝেই আমার মেয়ে খাতাটা উল্টেপাল্টে দেখে। 

সেদিন হঠাত জানতে চাইল - "বাবা, বিড়াল শুদ্ধ শব্দ? নাকি বিলাই?" 

আমি বললাম - "এইটা কেমন কথা? এটার আনসার তুই জানোস না? বিলাই ক্যামনে শুদ্ধ হয়? বিড়াল ইজ দা রাইট ওয়ার্ড।"

মেয়ে বলল - "আমিও তো তাই জানতাম। কিন্তু তোমার গানের খাতায় এলআরবি'র একটা গানে বিলাই ওয়ার্ডটা দেখে কনফিউজড হয়ে গেলাম।"

আমি তো আরো কনফিউজড! এলআরবি'র আবার "বিলাই" নিয়ে কবে গান বানাইলো?

মেয়েরে বললাম খাতা নিয়ে আসতে। মেয়ে খাতা খুলে "বিলাই" দেখালো - 

.....

~~~ নিজেকে ঢেলে আমি কতো সুখ "বিলাই"

বোঝে না কেউ তো চিনলো না ....
......

হাসতে দেখো গাইতে দেখো.....~~~
.......


বাচ্চু ভাই, ভালো আছেন? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন