জাভেদ ভাইয়ের স্টেটাস'এর সম্পূরক স্টেটাস:
আজকে প্রিয় জাভেদ কায়সার ভাই ফেইসবুক-লেখক হিসেবে তার প্রথম ভক্ত-দর্শনের আবেগী গল্প বলেছেন।
এইবার শোনেন আমার কাহিনী।
-----------------
কিছুদিন আগের কথা। আব্বার রিপোর্ট দেখাতে ডাক্তারের কাছে যাব। গলি দিয়ে হাঁটছি আর রিকশা খুঁজছি। সামনে থেকে হেঁটে আসা একটা ছেলে হঠাত আমাকে থেকে থমকে দাঁড়ায়। চোখে-মুখে কেমন যেন ড্যাব-ড্যাবে মুগ্ধতা; অস্বস্তিকর পরিস্থিতি। আমি এগিয়ে যেতে চাইলে সামনে এসে কথা বলা শুরু করে;
"ভাইয়া, আমি আপনাকে চিনি।"
"ও আচ্ছা।" আমি একটা ভদ্রতার হাসি দিই।
"আমি আপনাকে ফেইসবুকে ফলো করি। আপনার লেখা আমার খুব ভালো লাগে।"
জীবনে এই প্রথম অচেনা কেউ সামনাসামনি আমার লেখার প্রশংসা করলো। মন খারাপ, টেনশন - সব ফুশ্ করে উড়ে গেল। চোখেমুখে ড্যাব-ড্যাবে হাসি ফুটিয়ে বলি - "ধন্যবাদ, ধন্যবাদ। শুনে খুব ভালো লাগলো।"
"ভাইয়া, এখানে কি কাজে এসেছেন? নাকি বেড়াতে?"
"নারে ভাই। আমি এখানেই থাকি। জন্ম থেকে এইটাই আমার পাড়া।" আমি হাসিমুখে বলি।
"ওহ মাই গড! ইয়া আল্লাহ! বলেন কি? আমিও তো ক্রিসেন্ট রোডেই থাকি। কত নম্বর বাসা আপনার ভাইয়া? আল্লাহ, কেমন একটা ব্যাপার হলো বলেন তো এইটা? আমি আপনার এতবড় ফ্যান আর আমি এটাই জানতামই না যে দা গ্রেট আরিফ আর হোসেন ক্রিসেন্ট রোডে থাকে!!!"
-------------------
মনডায় চাইসিলো ক্যাৎ করে দেই একটা জায়গামত লাত্থি। শালার পুরা টাইমটাই লস। ব্যাটা এতক্ষণ আমাকে আরিফ আর হোসেন ভেবে দাঁত কেলিয়ে কথা বলে গেছে।
আরিফ আর হোসেনের আমি খ্যাতাপুরি।
আজকে প্রিয় জাভেদ কায়সার ভাই ফেইসবুক-লেখক হিসেবে তার প্রথম ভক্ত-দর্শনের আবেগী গল্প বলেছেন।
এইবার শোনেন আমার কাহিনী।
-----------------
কিছুদিন আগের কথা। আব্বার রিপোর্ট দেখাতে ডাক্তারের কাছে যাব। গলি দিয়ে হাঁটছি আর রিকশা খুঁজছি। সামনে থেকে হেঁটে আসা একটা ছেলে হঠাত আমাকে থেকে থমকে দাঁড়ায়। চোখে-মুখে কেমন যেন ড্যাব-ড্যাবে মুগ্ধতা; অস্বস্তিকর পরিস্থিতি। আমি এগিয়ে যেতে চাইলে সামনে এসে কথা বলা শুরু করে;
"ভাইয়া, আমি আপনাকে চিনি।"
"ও আচ্ছা।" আমি একটা ভদ্রতার হাসি দিই।
"আমি আপনাকে ফেইসবুকে ফলো করি। আপনার লেখা আমার খুব ভালো লাগে।"
জীবনে এই প্রথম অচেনা কেউ সামনাসামনি আমার লেখার প্রশংসা করলো। মন খারাপ, টেনশন - সব ফুশ্ করে উড়ে গেল। চোখেমুখে ড্যাব-ড্যাবে হাসি ফুটিয়ে বলি - "ধন্যবাদ, ধন্যবাদ। শুনে খুব ভালো লাগলো।"
"ভাইয়া, এখানে কি কাজে এসেছেন? নাকি বেড়াতে?"
"নারে ভাই। আমি এখানেই থাকি। জন্ম থেকে এইটাই আমার পাড়া।" আমি হাসিমুখে বলি।
"ওহ মাই গড! ইয়া আল্লাহ! বলেন কি? আমিও তো ক্রিসেন্ট রোডেই থাকি। কত নম্বর বাসা আপনার ভাইয়া? আল্লাহ, কেমন একটা ব্যাপার হলো বলেন তো এইটা? আমি আপনার এতবড় ফ্যান আর আমি এটাই জানতামই না যে দা গ্রেট আরিফ আর হোসেন ক্রিসেন্ট রোডে থাকে!!!"
-------------------
মনডায় চাইসিলো ক্যাৎ করে দেই একটা জায়গামত লাত্থি। শালার পুরা টাইমটাই লস। ব্যাটা এতক্ষণ আমাকে আরিফ আর হোসেন ভেবে দাঁত কেলিয়ে কথা বলে গেছে।
আরিফ আর হোসেনের আমি খ্যাতাপুরি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন