শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭

স্মাইলি দেখো, ইমোজি দেখো

স্মাইলি দেখো, ইমোজি দেখো 
অনেক কথায় লোল আর জিফ’ও দেখো 
দেখো না কেউ 

অনলাইনে থেকেও, নীরবতা… 

থ্যাচার - থেরেসা

৮৪ বছর বয়সী প্রাক্তন-প্রিন্সিপাল বাবা'র সাথে কথোপকথনঃ 

আব্বা - প্রধানমন্ত্রী কি বলেছে, শুনলি? বলেছে যে উই আর নট অ্যাফরেইড অফ ইউ। 

আমি - শেখ হাসিনা? 

আব্বা - আরে নাহ। মারগারেট থ্যাচার। 

আমি - থ্যাচার? উনি তো কবেই মারা গেছেন! 

আব্বা একটু কনফিউজড। অ্যাজ ইফ, থ্যাচার মারা গেলেন, অথচ আব্বা জানাজার দাওয়াত পেলেন না! তা কিভাবে হয়! 

আব্বা - তাহলে ইংল্যান্ডের পিএম কে এখন? 

আমি - থেরেসা মে, আব্বা। 

আব্বা (পুরাই শিশু-শিশু একটা হাসি দিয়ে) - ও হ্যাঁ। থেরেসা আর থ্যাচার, গুলিয়ে ফেলসিলাম। 

আধাঘণ্টা পর। 

আব্বা - মাদার তেরেসা কি বললো শুনলি? শি সেইড - উই আর নট অ্যাফরেইড অফ ইউ। মহিলা শক্ত আছে। 

-------- 

বুড়া মানুষগুলি বাচ্চা হয়ে গেলে এতো কিউট লাগে কেন? 





বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫

গুলিস্টিন

বোকা মানুষ যখন বোঝে যে সে বোকা, সেটা সহনীয়। কিন্তু বোকা মানুষ যখন নিজেকে স্মার্ট ভাবে, ব্যাপারটা অতীব ভয়ঙ্কর।

আমার বর্তমান ড্রাইভারটা এমনিতে বোকাসোকা, ভদ্র আর ঝামেলাহিন বলে তাকে আমি অপছন্দ করি না। কিন্তু মাঝে-মাঝে তার অতি-পাকনামি ব্যাপারটা বড়ই পীড়াদায়ক।

দুইটা ঘটনা বলি।

১। নর্থ-সাউথ ইউনিভারসিটি'তে একটা সেশন নিতে গেছি। রাস্তায় অনেক ট্র্যাফিক দেখে আমি গ্রামীণফোনের অফিসের সামনে গাড়ি থেকে নেমে গেলাম।

এনএসইউ'তে পারকিং পাবো কি পাবো না, সেই চিন্তা থেকে ড্রাইভারকে বললাম যেন অ্যাপোলো হাসপাতালে গাড়ি পার্ক করে রাখে। আমার কাজ শেষ হলে আমি ফোন দিলে, সে যেন চলে আসে।

কাজ শেষে ফোন দিলাম। বললাম যেন নর্থ-সাউথ ইউনিভারসিটি'র মেইন গেটে চলে আসে। কনফার্ম হওয়ার জন্য আবার জিজ্ঞেস করলাম যে সে জায়গাটা ঠিকমত চেনে কিনা।

সে মহা কনফিডেনট। নর্থ-সাউথ ইউনিভারসিটি সে খুব ভালো করেই চেনে।

১০ মিনিট যায়। ২০ মিনিট যায়। গাড়ি তো আর আসে না। আমি ফোন দেই, ব্যাটা ফোন কেটে দেয়। কি যন্ত্রণা।

৪৫ মিনিট পর সে ফোন দিলো আমাকে।

"স্যার, নর্দায় তো আসলাম। কিন্তু  নর্দা ইউনিভারসিটি তো খুইজে পাচ্ছি না।"

২। আব্বা'র একটা ওষুধ শেষ হয়ে গেছে।

আব্বা কাগজে ওষুধের নাম লিখে ড্রাইভারকে পাঠিয়েছে ওষুধের দোকানে। পাড়ার মোড়ের চেনা দোকান, ওষুধ আনতে কোন সমস্যা হবার কথা না।

১০ মিনিট যায়। ২০ মিনিট যায়। ওষুধ তো আর আসে না। আব্বা ফোন দেয়, ব্যাটা ফোন কেটে দেয়। কি যন্ত্রণা। 

আব্বা ফোন দিলো আমাকে। "বাবা, একটু দ্যাখ তো। ওষুধ খাওয়ার টাইম তো যায় যায়।"

আমি দিলাম ফোন। কয়েকবার দেয়ার পর সে ফোন ধরল।

"স্যার। খালুজানের কথায় তো গুলিস্তান আসলাম। কিন্তু সে তো ভুল করে ওষুধের নাম লেখে নাই। আমি ফোন দিতেসি উনারে, ফোন খালি বিজি দেখায়।"

বুঝলাম।

আব্বার ওষুধের নাম "গুলিস্টিন।"

বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫

নোনতা জল

গভীর কথায় ডুব-সাঁতারু মন,
কথার ফাঁকে গানও নাহয় শোন।
সুরের দোলায় কি হোল তোর বল?
গাল বেয়ে ক্যান নামলো নোনতা জল?

উলা লা, উলা লা ... !!!"

এক মহিলা পাশের বাসার ছাদ থেকে "মর্মান্তিক চিৎকার" করে "উলা লা, উলা লা, ম্যায় তো জাওয়া হো গ্যায়ি..." গাইছেন।
গানের কোন কোন অংশে এক ধরনের "গোঙানির" আওয়াজ শুনে কিছুটা সন্দিহান হচ্ছি যে আওয়াজটা গলা থেকেই বের হচ্ছে কিনা।
হঠাৎ মনে হল, হায় হায়, আজকে না বিজয় দিবস!!! ইয়াল্লা, এ তো বিশাল বেইজ্জতি ব্যপার!!!
বিজয় উদযাপনে "উলা লা, উলা লা...!!!" হওয়াই ডোন্ট ইউ মাইরালা, মাইরালা?
জানালা খুলে উঁকি দিয়ে দিলাম।
নাহ, ইজ্জত পুরাপারি যায় নাই। পাশের বাড়িতে আসলে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে।
বিজয় দিবসে গায়ে হলুদের প্রোগ্রামে "উলা লা, উলা লা ... !!!" - ঠিক বুঝতে পারছি না, ঠিক কি টাইপ রিঅ্যাকশান দেখানো উচিৎ!
জানালা বন্ধ করে টিভি'তে জি-বাংলা ছেড়ে ব্যাপারটাকে মেনে নেয়ার চেষ্টা করছি

সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

মদ নিষ্পাপ

আবেগিক উৎপাত
হৃদয়িক চাপ  
ঘুমহীন রাত আর
মদ নিষ্পাপ

বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

ল্যাবাই-লাবিউ

১। নিম্নলিখিত ভাব'কে এক কথায় প্রকাশ করো,
"Government Laboratory High School, I love you."



১ নং প্রশ্নের উত্তরঃ
---------------------

যেহেতু Government Laboratory High School কে আমরা ভালবেসে সংক্ষেপে "Lab" বলে ডাকি,
সুতরাং, উল্লিখিত বাক্যকে আরও সংক্ষেপ করে লেখা যেতে পারে,

"Lab, I love you."
 বাংলায় লিখলে যা হয়, "ল্যাব, আই লাভ ইউ"

যেহেতু, এই একবিংশ শতাব্দীর পোলাপান অনেক ত্যান্দর, তারা "আই লাভ ইউ"কে অনেক সময় আদর করে বলে "আই লাব ইউ"।

সুতরাং, "লাভ ইউ" কে "লাব ইউ" দিয়ে প্রতিস্থাপিত করলে বাক্যটি হয়ে যায়, "ল্যাব, আই লাব ইউ"।

অর্থাৎ, তাড়াতাড়ি বলতে চাইতে বাক্যটি হয়ে যায় "ল্যাবাই-লাবিউ"।

সুতরাং "Government Laboratory High School, I love you." কে এক কথায় প্রকাশ করলে তা হয় "ল্যাবাই-লাবিউ"।

উত্তরঃ "ল্যাবাই-লাবিউ"

-------------------

অপেক্ষা আর সহ্য হচ্ছে না রে।
দেখা হবে টিফিন টাইমে।