জীয়নের কিছু কমন, ফরম্যাটেড প্রশ্ন আছে। যেগুলা সে মোটামুটি সবাইকে করে।
"তুমি কয় তালায় থাকো?"
ধরেন, আপনি হাসিমুখে জবাব দিলেন - "চার তালায়"
ওর নেক্সট প্রশ্নটা হবে - "তুমি তিন তালায় কেন থাকো না?"
কি জবাব দিবেন আপনি এই প্রশ্নের? হুমম?
যদি আপনি বলতেন যে আপনি তিন তালায় থাকেন, তাহলে সে প্রশ্ন করতো, "তুমি চার তালায় কেন থাকো না?"
মাঝেমাঝে সে তার মা'এর ফোন দিয়ে আমাকে অফিসে ফোন করে।
"বাবা, তুমি কি করো?"
"কাজ করি বাবা।"
"ও আচ্ছা। তুমি মিটিং করো না কেন?"
যদি বলি যে আমি মিটিং করি, ওর অবধারিত প্রশ্ন হতো - "ও আচ্ছা। তুমি কাজ করো না কেন?"
আমরা যথাসাধ্য চেষ্টা করি ওর এইসব ধারাবাহিক প্রশ্নের জবাব দিতে, ওর কৌতূহল প্রশমিত করতে; কিন্তু মাঝে মাঝে ধৈর্যের বাঁধ ভেঙ্গে যায়। তখন মনে চায়, তুইলা আছাড় মারি বান্দরটাকে।
এই ধৈর্যের ব্যাপারে আমার বউ'এর ধারণা হল, তার ধৈর্য বেশী, আমার কম। আমি মিনমিন করে মাঝেমাঝে যুক্তি দাঁড় করাতে চাই যে, ব্যাপারটা আসলে সিচুএশনাল। একেক সময় একেকজনের ধৈর্য ধারণের ক্ষমতা একেকরকম থাকে।
যদিও, বউ সেটা মানতে নারাজ।
গতকালের ঘটনা বলি।
আমরা বাইরে যাব। রেডি হচ্ছি।
"মা মা, তুমি কোন কালারের জামা পরবা?"
"লাল"
আমি শুয়ে শুয়ে মোবাইল গুতাচ্ছি তখন। বুঝলাম, অবধারিতভাবেই পরবর্তী প্রশ্ন আসবে - "নীল জামা কেন পরবা না মা?"
কিন্তু বউ আমার অনেক স্মার্ট। সে যেহেতু প্রমাণ করার মুডে আছে যে তার ধৈর্য বেশী, তাই সে অনেক কিউট করে জীয়নকে পাল্টা প্রশ্ন করলো।
"বল তো বাবা, কেন আজকে আমি নীল জামা পরছি না?"
ছেলের তুরন্ত জবাব -
"আমি জাআআআনি। কারণ, আজকে সাইফুল চাচাও লাল গেঞ্জি পরেছে। তোমরা আজকে ম্যাচিং ম্যাচিং।"
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
আমি শুয়ে শুয়ে ফেইসবুক গুতাই, আর বউ'এর ধৈর্য দেখি
ওহ! বলাই তো হয় নাই, সাইফুল আমার ড্রাইভারের নাম smile emoticon