বেশ ক'বছর আগে আমাদের দারওয়ানের মেয়ের বিয়ে হয়। ইংরেজি জানা, বিদেশ ফেরত ছেলের সাথে।
সে মেয়ে এসেছে বাসায়, সবার সাথে দেখা করতে। দেখে বোঝা গেলো বেশ ভালোই আছে সে।
তার সাথে আমার বউ'এর কথোপকথনের কিছু অংশ তুলে দিচ্ছি -
"কই থাকো এখন"
"বাড্ডায় থাকি ভাবি। আফনাদের জামাইয়ের অফিস ওইখান থেকে কাছে হয়।"
"বাহ। জামাই কি করে এখন?"
"গার্মেন্টস-এই আছে। ফ্লোর ম্যানেজার।"
"মাশাল্লাহ। তা... তোমার ছেলেমেয়ে কয়টা?"
"দুইটা, আপনাদের দোআয়।"
"নাম কি রাখসো?"
"হিমেল আর শিমেল"
(তব্দাজনিত কারণে ক্ষণিকের নীরবতা...) কনফার্ম হওয়ার জন্য আবার প্রশ্ন...
"কি নাম বললা?"
"হিমেল আর শিমেল। আফনাদের জামাইয়ের নাম তো রুমেল। তাই মিলায়ে রাখসে।"
"সে নাহয় বুঝলাম। কিন্তু নামের মানে কি?"
"হে হে, আফনেদের জামাই তো ইংরাজির পণ্ডিত। ইংরাজিতে ছেলে মানে হি, তাই ছেলের নাম রাখসে হিমেল। আর মেয়ে মানে শি, তাই মেয়ের নাম রাখসে শিমেল। দুইজনেই মাশাল্লাহ বাবার মতই বুদ্ধিমান হইসে। ওদের জইন্ন দোআ কইরেন ভাবি।"
----
আফনেরা সবাই প্লিজ হিমেল আর শিমেলের জন্য দোআ কইরেন।
সে মেয়ে এসেছে বাসায়, সবার সাথে দেখা করতে। দেখে বোঝা গেলো বেশ ভালোই আছে সে।
তার সাথে আমার বউ'এর কথোপকথনের কিছু অংশ তুলে দিচ্ছি -
"কই থাকো এখন"
"বাড্ডায় থাকি ভাবি। আফনাদের জামাইয়ের অফিস ওইখান থেকে কাছে হয়।"
"বাহ। জামাই কি করে এখন?"
"গার্মেন্টস-এই আছে। ফ্লোর ম্যানেজার।"
"মাশাল্লাহ। তা... তোমার ছেলেমেয়ে কয়টা?"
"দুইটা, আপনাদের দোআয়।"
"নাম কি রাখসো?"
"হিমেল আর শিমেল"
(তব্দাজনিত কারণে ক্ষণিকের নীরবতা...) কনফার্ম হওয়ার জন্য আবার প্রশ্ন...
"কি নাম বললা?"
"হিমেল আর শিমেল। আফনাদের জামাইয়ের নাম তো রুমেল। তাই মিলায়ে রাখসে।"
"সে নাহয় বুঝলাম। কিন্তু নামের মানে কি?"
"হে হে, আফনেদের জামাই তো ইংরাজির পণ্ডিত। ইংরাজিতে ছেলে মানে হি, তাই ছেলের নাম রাখসে হিমেল। আর মেয়ে মানে শি, তাই মেয়ের নাম রাখসে শিমেল। দুইজনেই মাশাল্লাহ বাবার মতই বুদ্ধিমান হইসে। ওদের জইন্ন দোআ কইরেন ভাবি।"
----
আফনেরা সবাই প্লিজ হিমেল আর শিমেলের জন্য দোআ কইরেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন