বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫

হিন্দি ছাড়া আমাদের ইয়ুথের ক্ষুধা মিটবে না

বাংলা চ্যানেলগুলি নাকি এখন থেকে পপুলার হিন্দি সিরিয়ালগুলি দেখানো শুরু করবে? সিনেমা হল'গুলিতেও নাকি এখন থেকে হিন্দি মুভি চালানো হবে? ঘটনা সত্যি নাকি?
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
নাহ। ঘটনা সত্যি না।
কিন্তু ... উপরের ঘটনাদুটি যদি সত্যি হত তাহলে কি হত? হুলুস্থুল লেগে যেত না? সোশাল মিডিয়া, ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া তোলপাড় করে ফেলতাম আমরা সবাই মিলে। মুখে ফেনা তুলে ফেলতাম "দেশ গেল", "সংস্কৃতি গেল", "সব গেল" বলে। কি? ফেলতাম না? বলেন?
তাহলে একটা সিম্পল কথার উত্তর দেন আমাকে কেউ। রেডিও কি একটা মিডিয়াম না? টিভি, মুভি, পত্রিকা এসবে যদি হিন্দির আগ্রাসন প্রতিহত করার জন্য আমরা কোমর বেঁধে নামতে পারি, রেডিও'কে আমরা এভাবে বেওয়ারিশ গরুর মত যত্রতত্র চরে খেতে দিচ্ছি কেন? কেউ বলতে পারেন?
জানি, রেডিও'র নিতিনির্ধারকগণ মিনমিন করে এটাই বলবেন যে "পাবলিক হিন্দি গানই খায়, তাই আমরা চালাই।"
আরে ভাই, পাবলিক হিন্দি গানের থেকে তো সানি লিওন'কে বেশি খায়। রঙের মানুষ'এর থেকে হয়তো "এক হাসিনা থি" বা "রাশি" বেশি খায়। "মিরাক্কেল", "দাদাগিরি" বা "স্প্লিটভিলা" ইন্ডিয়া'তেও এত জনপ্রিয় কিনা, আমার সন্দেহ আছে, যতটা না বাংলাদেশে। শাকিব খান, অপু বিশ্বাস বনাম রনবির-দিপিকা'র পপুলারিটির তুলনা নাহয় নাই দিলাম।
এখন ... আমাদের টিভি চ্যানেল আর সিনেমা হলগুলা যদি বলা শুরু করে যে পাবলিক দীপিকা খায়, তাই দীপিকা চালাবো। হিন্দি নাটক, সিনেমা বেশি খায়, তাই ওগুলা চালাবো - তখন কি হবে?
এমন তো না, যে আমাদের উপর রেডিওর কোন ইনফ্লুএন্স নাই! ডে বাই ডে রেডিও পপুলার হচ্ছে; এবং আমরা চাইও যে রেডিও পপুলার হোক - কিন্তু এদের তো অ্যাট লিস্ট কিছু নিয়ম মেনে চলা উচিৎ। নাকি?
আমার আজকের রাগটা খুব স্পেসিফিক। কারণ, রাগটা আমার সবচেয়ে প্রিয় রেডিও চ্যানেল রেডিও ফুর্তির উপর। গত কয়েকদিনে যতবার ফুর্তি টিউন করেছি, মনে হয় ততবারই হিন্দি গান শুনেছি। হয় ছেড়েই হিন্দি গান চলতে শুনেছি, নয় একটা বাংলা গান শেষ হতেই একটা হিন্দি শুরু হতে শুনেছি।
এতো হ্যাংলামি কেন রে ভাই?
রেডিও ফুর্তির সবকিছুই কিন্তু আমার ভাল লাগে। ওপু এখন আর আরজে'গিরি করে না। ওকে অনেক মিস করি, কিন্তু বাকিরাও ভাল। আরজে সাদিয়া সুপার, ওয়ান অফ দা বেস্ট ইন দা কান্ট্রি। অনিক খান অনেক জোশ। নাওয়াফ-সারজিনা'কেও ভাল লাগে।
আমি ব্র্যান্ড-মার্কেটিং-বিজ্ঞাপনের মানুষ। খুব ভালভাবেই জানি রেডিও ফুর্তির টার্গেট মার্কেট বাংলাদেশের ইয়ুথ। এবং ইয়ুথের পছন্দ অনেক diversified। তাদের স্যাটিসফাই করা অনেক দুরূহ ব্যাপার।
তো? হিন্দি ছাড়া আমাদের ইয়ুথের ক্ষুধা মিটবে না? আর ইউ সিরিয়াস?
কতগুলা গান লাগবে তোমাদের বলতো, বাংলাদেশের ইয়ুথ'কে তোমাদের চ্যানেলে আঠার মত আটকে রাখতে?
চিরকুট বাজাও, শূন্য বাজাও, নেমেসিস বাজাও। অর্থহীন, আর্টসেল, ওয়ারফেজ, ফুয়াদ, নগরবাউল, মাইলস, বাপ্পা, সোলস, এলআরবি, অর্ণব, হাবিব, লালন --- আরও বলতে থাকব? ইংলিশ বাজাও। মাঝেমধ্যে নাহয় দুই-একটা হিন্দিও বাজাইও। কিন্তু এতো ক্যান রে ভাই হিন্দা-হিন্দি খেলা?
রেডিও ফুর্তির বন্ধুরা, মন দিয়ে শোন। জোর দিয়েই কথাটা বলছি। নিজের এক্সপেরিয়েন্স থেকে, বাংলাদেশের মানুষ'কে খুব ভালভাবে চিনতে পারার কনফিডেন্স থেকে বলছি -
লিখে রাখতে পারো - যদি টানা এক মাস'ও তোমরা হিন্দি গান না বাজাও, বাজানোর জন্য গানের কমতি পরবে না। লিসেনারও কমবে না। ইউ গাইজ আর তুখোড়। নিজেদের উপর আর বাংলা গানের উপর ভরসা রাখো। শুধু যদি তোমরা তোমাদের পছন্দের বাংলা-ইংলিশ গানগুলিই চালাও, আর আর সাথে যদি থাকে তোমাদের কথার জাদু - তোমাদের চ্যানেল চেঞ্জ করে অন্য চ্যানেলে একটা মানুষও যাবে না।
যদি বল, "রাজীব ভাই, এটা নিয়ে একটা ক্যাম্পেইন করে দেন না। হিন্দিও চালাবো না, লিসেনারও যেতে দিব না - এমন একটা ব্যবস্থা করে দেন।" সবাইকে সাক্ষী রেখে কথা দিচ্ছি, এক টাকাও ক্রিয়েটিভ ফি নিব না। মাগনা করে দিব সব কনসেপ্ট, ডিজাইন, স্ক্রিপ্ট।
সাপও মরবে। লাঠিও ভাঙবে না।
ট্রাস্ট মি।

October 28, 2014

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন