বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫

মেয়ে যতটাই লক্ষ্মী, ছেলে যে ঠিক ততটাই উড়ালপক্ষী।

আমার মেয়ের বয়স সাড়ে ৯, ছেলের আড়াই। মেয়ে যে স্কুলে পড়ে, ছেলেকে সেই স্কুলে ভর্তি করানোর ইচ্ছায় ফর্ম তোলা হল। খবর নিয়ে জানতে পারলাম, স্কুল সিব্লিং'দের প্রায়োরিটি দেয়। মানে যাদের ভাই-বোন এই স্কুলে পড়ে, তাদের কিছুটা অগ্রাধিকার দেয়া হয়।
কিন্তু ... একটা বড় কিন্তু আছে।
সেটা হল, বড় ভাই বা বোনের অ্যাকাডেমিক রেজাল্ট, এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটি, অ্যাটেনড্যান্স, স্বভাব-চরিত্রের যে কোন একটায় যদি ভেজাল থাকে, তাহলে ছোটটার ক্ষেত্রে ভর্তির ফলাফল নেগেটিভ হওয়ার সম্ভাবনাই বেশি।
আমি মোটামুটি নিশ্চিত যে আমার ক্ষেত্রে খারাপটা হবে না। মেয়ে আমার অনেক লক্ষ্মী, রেজাল্ট ভাল, স্কুল থেকে কখনো কোন কমপ্লেইন আসে নাই।
কালকে মেয়েকে কাছে বসিয়ে আদর করে বললাম, "মা রে। তোর জন্যই মনে হয় তোর ভাইয়ের ভর্তিটা হয়ে যাবে। যদি হয়ে যায় তাহলে তোকে একটা ভাল গিফট দিতে চাই। তুই খুঁজতে থাক কি লাগবে তোর। খুঁজে পেলে জানাইস।"
মেয়ে বিশাল এক দীর্ঘশ্বাস ফেলে বলল, "হুমমম, আল্লাহ্‌ই জানে কি আছে কপালে। বোনের জন্য ভাইয়ের অ্যাডমিশন তো নাহয় হল। ভাইয়ের জন্য বোনকে কোনদিন টিসি না খেতে হলেই হয়।"
-----
আমিও মাথা নেড়ে বড় করেই দীর্ঘশ্বাস ফেললাম। সম্ভাবনাটা ঠিক উড়িয়ে দিতে পারছি না।
মেয়ে আমার যতটাই লক্ষ্মী, ছেলে যে ঠিক ততটাই উড়ালপক্ষী।

First posted - September 24, 2014

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন