বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫

বিএনপি আর ওয়ারী ক্লাব

৯০'র দশক। ক্লাব ফুটবলের তখন ধুন্ধুমার সময়। পুরা দেশ মোহামেডান আর আবাহনী'তে দুই ভাগ। মাঝে-মধ্যে ব্রাদার্স ইউনিয়ন কিছুটা উঁকি-ঝুঁকি মারলেও তৃতীয় শক্তির থেকে বেশি কিছু হতে পারে না।
আব্বা তখন ওয়ারী ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। পুরা সিজনের ভিআইপি পাস পায়। আমি আবাহনী আর মোহামেডানের সব খেলায় মাঠে যাই; মোহামেডানকে জিতাতে আর আবাহনীকে হারাতে smile emoticon
আব্বা দুঃখ করে বলেন, "মাঝে মাঝে ওয়ারী ক্লাবের খেলা দেখতে গেলেও তো পারোস।" এত বোকার মত প্রশ্নের জবাব দেয়ারও আমি প্রয়োজন বোধ করি না।
তার ক্লাবের প্রতি আমার সাপোর্ট কিনতে আব্বা ওয়ারী ক্লাবের অরিজিনাল লাল-সাদা জার্সি নিয়ে আসে। স্কুলের টিফিন টাইমে আমি অত দামী অরিজিনাল জার্সি না পরে আমি ৩৫ টাকা দামের ফিনফিনে আর্জেন্টিনার জার্সি পরে মাঠে। ওয়ারী ক্লাবের জার্সি পরলে ইজ্জত থাকপে?
খেলায় ওয়ারী ক্লাব গোহারা হারলে আব্বা মুখ চুন করে বাসায় ফিরতেন। আমি চান্স পেয়ে ফাঁপর দিতাম, "এই ঘোড়ার ডিমের ক্লাব করো ক্যান? ইজ্জত বলেও তো একটা কথা আছে। পাশেই তো মোহামেডান ক্লাব, তোমার কত বন্ধু ওইখানে। ওই ক্লাবে চলে যাও না ক্যান?"
আব্বা ইমোশনাল হয়ে বলতেন, "তোরা কি বুঝবি ওয়ারী ক্লাবের মাজেজা। একটা সময় তো ক্লাব বলতে আমরাই ছিলাম। তখন তোদের বোঝার বয়সও হয় নাই। আমরা, মোহামেডান, ওয়াণ্ডারার্স, বিজেএমসি - এরাই তো চ্যাম্পিয়ন ফাইট দিত। এইসব আবাহনী-টাবাহনি তো দুইদিনের ক্লাব।"
আব্বা ওয়ারী ক্লাবের সোনালি অতীতে হারিয়ে যেতেন। আমি অচেনা-অদেখা-দুর্বল-পরাজিত ওয়ারী ক্লাব নিয়ে কোন আগ্রহ খুঁজে না পেয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে যেতাম।
------
আজকের বিএনপি'র ডাকা "হরতালে", মহাখালী রেইলগেটের সিগনালে "জ্যামে" বসে পাশে থেমে থাকা চকচকে একটা "বিএমডব্লিউ" দেখে হঠাৎ ওয়ারী ক্লাবের কথা মনে পড়ল।
যেভাবে চলছে, হয়ত আমার মেয়ে কিছুদিন পর প্রশ্ন করবে, "আচ্ছা বাবা, বিএনপি কি? ওরা কেন হরতাল ডাকে? ওদের কথা কি কেউ পাত্তা দেয়?"
------
বোকাও বোঝে যে, দেশে একটা কার্যকরী বিরোধী দল না থাকাটা কতটা ভয়ঙ্কর। তারপরও বিএনপি'র ডাকা হরতাল আজ একটা কৌতুক ছাড়া আর কিছু না।
অথচ, এই অবস্থার জন্য বিএনপি মনে হয় না নিজেদের বাদে অন্য কাউকে দায়ী করতে পারে।
বিএনপি'কে আজকে একটা ওয়ারী ক্লাবে পরিণত করার পেছনে আওয়ামীলিগের "অসাধারণ" রাজনীতি যতটা না কাজ করেছে, তার থেকে অনেক বেশি কাজ করেছে বিএনপি'র অপ-রাজনীতি আর কু-কাজনীতি।
এটা আমার একান্তই নিজের ভাবনা। কারো সাথে না মিললে আমার কিছু করার নাই।

September 22, 2014

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন