বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪

স্মার্টনেস ইস ইন লোল রে ডুউউউড ...

বিভিন্ন সময়ে ভাষার ব্যবহার: 

সিচুয়েশন: একের দোষ অন্যের উপর চাপানো বোঝাতে
------------------------------------------------------- 
বাপ-চাচাদের সময়: কাঁচ ভাঙ্গিলাম আমি, অথচ প্রহার গুনিতে হইলো ওয়াসিমকে! "উদোর পিন্ডি বুধোর ঘাড়ে" ভালই চাপাইলাম।  কি বল হে আবুল বাতেন?

আমাদের সময়: হি হি, কাঁচ ভাঙলাম আমি, আর মাইর খাইল ওয়াসিম্মা। কিলিকবাজিটা কিন্তু সেইইরকম হইসে। কি কস রে বাতেইন্না? 

প্রায় চলে এসেছে যে সময়: লোল, লোল, লোল, মি রক্স, সিম শক্স, লোল লোল লোল।  হোয়াট সে এইবি ডুউউউড? 

সিচুয়েশন: কেউ ভন্ড সেটা বোঝাতে 
------------------------------------------------------- 
বাপ-চাচাদের সময়: আমাকে ভয় দেখাইতে আসিয়াছে ওয়াসিম? সে যে তুলসী বনের বাঘ ব্যতীত কিছুই নহে, তাহা কি আমি জানি না হে আবুল বাতেন? 

আমাদের সময়: কস কি মমিন? ওয়াসিম্মা আইসে আমারে থ্রেট দিতে? হা হা হা, ওয় যে একটা ধৈনচা, এইটা কি আমার জানতে বাকি আসে রে বাতেইন্না? 

প্রায় চলে এসেছে যে সময়: লোল, লোল, লোল, মি রক্স, সিম শক্স, লোল লোল লোল।  হোয়াট সে এইবি ডুউউউড? 

সিচুয়েশন: সত্য যে গোপন থাকে না - তা বোঝাতে 
------------------------------------------------------- 
বাপ-চাচাদের সময়: ধর্মের কল বাতাসে নড়ে হে আবুল বাতেন। ওয়াসিম যে এক দু'মুখ সর্প, আমার এক কথাতেই আজ তাহা সর্বজনে জানিয়া গিয়াছে। 

আমাদের সময়: বুঝলি রে বাতেইন্না, আকাশে থুতু দিলে নিজের শইল্লেই পরে। ওয়াসিম্মারে দিসি এইবার ভরা মজলিশে ন্যাংটা কইরা। মামা অখন পুরাই মাইনকা চিপায়। 

প্রায় চলে এসেছে যে সময়: লোল, লোল, লোল, মি রক্স, সিম শক্স, লোল লোল লোল। হোয়াট সে এইবি ডুউউউড? 

ভাষা কি তবে ভেসেই যাচ্ছে বানভাসি জলে? নাকি সমস্বরে আমাদের সবার বলা উচিত - 

স্মার্টনেস ইস ইন লোল রে ডুউউউড ... 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন