জীয়নের মত একটা ত্যান্দর পোলা যে বাসায় থাকে, সেখানে এন্টারটেইনমেন্টের কোনো অভাব নাই। বর্তমান এন্টারটেইনমেন্টের নাম "ক্রমাগত প্রশ্নোত্তর পর্ব"।
প্রশ্ন: বলতো বাবা, আপুনি সকালে কোথায় যায়?
উত্তর: আপুনি ইত্তুলে দায়।
প্রশ্ন: মা কোথায় যায়?
উত্তর: মা অপিতে দায়।
প্রশ্ন: বাপ্পু কোথায় যায়? (বাপ্পু আমার খালা, সিটি কলেজের টিচার)
উত্তর: বাপ্পু তলেদে দায়।
প্রশ্ন: বেনি চাচী কোথায় যায়? (বেনি আমার খালাতো ভাইয়ের বউ। ডাক্তার।)
উত্তর: বেনি তাতি হাপ্পাতালে দায়।
এভাবে একের পর এক কঠিন কঠিন প্রশ্নের ইউনিক সব জবাব ঠিকঠাক ভাবে দিয়ে জীয়ন সবাইকে মুগ্ধ করতে থাকে।
কিন্তু দ্বিতীয় রাউন্ড প্রশ্ন শুরু হলেই বিপদ। কোনো এক রহস্যময় কারণে সব প্রশ্নের একই জবাব আসতে শুরু করে।
প্রশ্ন: বলতো বাবা, আপুনি স্কুলে গিয়ে কি করে?
উত্তর: আপুনি ইত্তুলে গিয়ে ধুমায়।
প্রশ্ন: মা অফিসে গিয়ে কি করে?
উত্তর: মা অপিতে গিয়ে ধুমায়। .... বাপ্পু তলেদে গিয়ে ধুমায়। ..... বেনি তাতি হাপ্পাতালে গিয়ে ধুমায়। .... সবাইইইইই ধুমায়। .....
কি বেইজ্জতি ব্যাপার রে ভাই। বাঙালি জাতির ল.সা.গু. যদি কেউ ২০ মাস বয়সেই শিখে ফেলে, টেনশন না?
প্রশ্ন: বলতো বাবা, আপুনি সকালে কোথায় যায়?
উত্তর: আপুনি ইত্তুলে দায়।
প্রশ্ন: মা কোথায় যায়?
উত্তর: মা অপিতে দায়।
প্রশ্ন: বাপ্পু কোথায় যায়? (বাপ্পু আমার খালা, সিটি কলেজের টিচার)
উত্তর: বাপ্পু তলেদে দায়।
প্রশ্ন: বেনি চাচী কোথায় যায়? (বেনি আমার খালাতো ভাইয়ের বউ। ডাক্তার।)
উত্তর: বেনি তাতি হাপ্পাতালে দায়।
এভাবে একের পর এক কঠিন কঠিন প্রশ্নের ইউনিক সব জবাব ঠিকঠাক ভাবে দিয়ে জীয়ন সবাইকে মুগ্ধ করতে থাকে।
কিন্তু দ্বিতীয় রাউন্ড প্রশ্ন শুরু হলেই বিপদ। কোনো এক রহস্যময় কারণে সব প্রশ্নের একই জবাব আসতে শুরু করে।
প্রশ্ন: বলতো বাবা, আপুনি স্কুলে গিয়ে কি করে?
উত্তর: আপুনি ইত্তুলে গিয়ে ধুমায়।
প্রশ্ন: মা অফিসে গিয়ে কি করে?
উত্তর: মা অপিতে গিয়ে ধুমায়। .... বাপ্পু তলেদে গিয়ে ধুমায়। ..... বেনি তাতি হাপ্পাতালে গিয়ে ধুমায়। .... সবাইইইইই ধুমায়। .....
কি বেইজ্জতি ব্যাপার রে ভাই। বাঙালি জাতির ল.সা.গু. যদি কেউ ২০ মাস বয়সেই শিখে ফেলে, টেনশন না?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন