একটা ছোটখাটো পুলসেরাত পার হয়ে আসলাম রে ভাই। স্কুল ছুটির সময় গ্রিন রোড, ধানমন্ডি এসব এলাকায় ঘুরেছেন কখনো? জ্যামটা কেমন বলেন তো?
মেয়েকে স্কুল থেকে তুলতে যাব, গাড়ি নিয়ে বের হয়েছি। একটু দূর গিয়ে দেখি গাড়ির হর্ন নষ্ট। পুরা বোবা, নো সাউন্ড!
এইবার বোঝেন ঠ্যালা। রাস্তাভর্তি রিকশার জ্যাম। চান্স পেলেই সবাই পুৎ করে বেলাইনে রিকশার মাথা ঢুকিয়ে দেয়। তার মাঝে আমার বোবা গাড়ি! গাড়ি যে আসলেই চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না :(
তারপর কি হলো জানেন? সবাই দেখলো, লাল একটা গাড়ি থেকে নীল পাঞ্জাবি পরা মোটাতাজা একটা ড্রাইভার তরকারীওয়ালাদের মত গলা করে থেকে থেকেই আওয়াজ দিচ্ছে ....
"হরেন ভাই হরেন। আমার হরেন নষ্ট রে ভাই। একটু হরেন না রে ভাই, এমন করেন ক্যান ...."
(*এই স্টেটাসটার আরেকটা মাজেজা আছে। সেটা পরে বলব। )
মেয়েকে স্কুল থেকে তুলতে যাব, গাড়ি নিয়ে বের হয়েছি। একটু দূর গিয়ে দেখি গাড়ির হর্ন নষ্ট। পুরা বোবা, নো সাউন্ড!
এইবার বোঝেন ঠ্যালা। রাস্তাভর্তি রিকশার জ্যাম। চান্স পেলেই সবাই পুৎ করে বেলাইনে রিকশার মাথা ঢুকিয়ে দেয়। তার মাঝে আমার বোবা গাড়ি! গাড়ি যে আসলেই চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না :(
তারপর কি হলো জানেন? সবাই দেখলো, লাল একটা গাড়ি থেকে নীল পাঞ্জাবি পরা মোটাতাজা একটা ড্রাইভার তরকারীওয়ালাদের মত গলা করে থেকে থেকেই আওয়াজ দিচ্ছে ....
"হরেন ভাই হরেন। আমার হরেন নষ্ট রে ভাই। একটু হরেন না রে ভাই, এমন করেন ক্যান ...."
(*এই স্টেটাসটার আরেকটা মাজেজা আছে। সেটা পরে বলব। )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন