রবিবার, ৩ নভেম্বর, ২০১৩

আমি একটা মহা-কুফা


আমি মাঠে গিয়ে কোনদিন বাংলাদেশকে জিতাতে পারি নাই। শেষবার মাঠে গেসিলাম বড় ভাইদের আশ্বাসে "ধুর ব্যাটা, সব কুসংস্কার। আমাদের সাথে চল, দেখবা আজকে ঠিকই জিতে ফিরবা।" 

সেটা ছিল ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজের সাথে ৬৭ রানে অল আউট হওয়ার খেলাটা। 

এরপর থেকে আর বাংলাদেশের খেলা দেখতে মাঠে  যাই নাই। ফ্রি টিকেট পেয়েছি, এরে-তারে গিফট করে দিয়েছি। আমার কাছের মহলে এ ব্যাপারটা গোপন কিছু না। এমনও অনেকবার হয়েছে, আমি অফিসে বসে খেলা দেখছি, বাংলাদেশ খারাপ খেলছে; আমার মেয়ে ফোন করে রীতিমত চার্জ করেছে "বাবা, তুমি স্টেডিয়ামে যাও নাই তো? খবরদার, স্টেডিয়ামের আশেপাশেও যেন তোমাকে দেখা না যায়। সাবধান।" 

এবার প্রথম ওয়ান ডে টিভিতে দেখেছি। সেকেন্ড'টার সময় মাঝে মাঝে টিভিতে উঁকি দিয়ে খবর নিয়েছি। আমার বদ্ধমূল ধারণা, আমি একটা মহা-কুফা। সবাইকে নিয়ে মজা করে খেলা দেখলেই আমরা হারবো; তাই আমি গোপনে খেলা দেখি। আজকের খেলায় ওরা ৩০৭ করার পরও মন বলছিল আমরাই জিতব। অফিসে ফাটিয়ে সবাই খেলা দেখেছে, আমি বাইরে বাইরে থেকেছি, মাঝে মাঝে রেডিওতে চুপিচুপি কমেন্ট্রি শুনেছি। শেষ দুই ওভারের আগে টিভির সামনেই যাই নাই। (ততক্ষণে মোটামুটি আমরা জিতেই গেছি) :) 

দরকার নাই ভাই আমার মাঠে যাওয়ার, দরকার নাই সবার সাথে মজা করে খেলা দেখার। আমার কুসংস্কার'এরই জয় হোক। আমি একা একা আঙ্গুলের অদৃশ্য নখ কামরাতে কামরাতে বাংলাদেশকে জিতাতে থাকি। জিতে যাওয়ার পর চিল্লাইতে পারলেই আমি খুশি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন