সোমবার, ১১ নভেম্বর, ২০১৩

"ভ্যাম্পায়ার্স মিট"

আমরাই বাংলাদেশের প্রথম এপিসোডটি ছিল অনলাইন বা সোশাল নেটওয়ার্ক ব্যবহার করে কিভাবে জরুরি সময়ে রক্তের যোগান দেয়া যায়। এপিসোডটি করতে গিয়ে আমাদের সাথে পরিচিত একঝাঁক টগবগে তরুণ-তরুনীর যারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে রক্তদানে মানুষকে উত্সাহিত করতে। আমরা ওদের ডাকি "ভ্যাম্পায়ার" বলে  

আমরা এখন ফিল করতে পারছি যে রক্ত নিয়ে আবার একটা এপিসোড করা উচিত। তার আগে যেটা আমাদের প্রয়োজন, তা হলো আপনাদের সবার কাছ থেকে নানা ধরনের আইডিয়া। আমরা একটা "ভ্যাম্পায়ার্স মিট" করতে চাইছি, যেখানে আপনাদের পাঠানো আইডিয়াগুলো নিয়ে ভ্যাম্পায়ারদের সাথে আলাপ-আলোচনা হবে। এবং যেসব আইডিয়াকে প্রাকটিক্যাল মনে হবে, সেগুলো সবাইকে জানাতে আমরা একটা এপিসোড করব।

ভ্যাম্পায়ার'রা একটা কথা রেগুলার বলে "রক্তের অভাবে একটা মানুষকেও মরতে দিব না, ইনশাআল্লাহ"! আমরা ওদের সাথে আছি। ভালো ভালো আইডিয়া পাঠাতে থাকুন। দেখি না কতটুকু কি করতে পারি।

দেশটা তো আমাদেরই, তাইনা?

আমরাই তো বাংলাদেশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন