রবিবার সকাল। নাস্তার টেবিলে আমরা। হঠাত ফোন বাজলো; অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট'এর ফোন। বউ'কে বললাম পুত্রকে নিয়ে পাশের রুমে যাও এন্ড প্লিজ মেইক শিওর যেন ফোনে কথা বলার সময় কোনো ডিস্টার্ব না হয়।
বউ রিলিজিয়াসলি কথা শুনলো, পুত্রকে পাশের রুমে নিয়ে দরজা লাগিয়ে দিল। আমি শান্তিমত ফোনালাপ চালিয়ে যেতে থাকলাম।
ফোনালাপের শেষ পর্যায়। খোদাহাফেজ বলার ঠিক পূর্ব মুহূর্ত। দরজা খোলার আওয়াজ পেলাম, দেখি বউ ব্যস্ত ভঙ্গিতে কোনদিকে না তাকিয়ে ডাইনিং রুমের দিকে আসছে। আর বেশ উচ্চ-স্বরে পটি'তে বসা পুত্রকে উদ্দেশ্য করে কিছু বলছে।
খোদাহাফেজ বলতে বলতে আমার মহা গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট সাহেব যে ক'টি শব্দ শুনেছেন তা হলো:
"কোঁত দাও বাবা, আরেকটু জোরে কোঁত দাও ... "
বউ রিলিজিয়াসলি কথা শুনলো, পুত্রকে পাশের রুমে নিয়ে দরজা লাগিয়ে দিল। আমি শান্তিমত ফোনালাপ চালিয়ে যেতে থাকলাম।
ফোনালাপের শেষ পর্যায়। খোদাহাফেজ বলার ঠিক পূর্ব মুহূর্ত। দরজা খোলার আওয়াজ পেলাম, দেখি বউ ব্যস্ত ভঙ্গিতে কোনদিকে না তাকিয়ে ডাইনিং রুমের দিকে আসছে। আর বেশ উচ্চ-স্বরে পটি'তে বসা পুত্রকে উদ্দেশ্য করে কিছু বলছে।
খোদাহাফেজ বলতে বলতে আমার মহা গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট সাহেব যে ক'টি শব্দ শুনেছেন তা হলো:
"কোঁত দাও বাবা, আরেকটু জোরে কোঁত দাও ... "
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন