সোমবার, ১৮ নভেম্বর, ২০১৩

তানিয়ার মা

হে পরম করুনাময়, 

তুমি তানিয়ার মা'র দিকে একটু মুখ তুলে চাও। তোমার এই অসহায় বান্দি তোমার কাছে সোনা-রুপা-মনি-মুক্তা-হীরা-জহরতের জন্য হাত পাতেনি। বাড়ি-গাড়ি-ধন-সম্পত্তিও তার চাওয়া নয় খোদা।

হে পরওয়ারদেগার,

তানিয়ার মা তোমার দরবারে হাত তুলেছে শুধু একজন মনের মত, সুইটেবল, অ্যাজ-পার-রিকোয়ারমেন্ট কাজের বুয়া প্রাপ্তির আশায়, যে কিনা তোমার আরেক বেবাস-নাচার বান্দি, জয়িতা-জীয়নের মা'র জীবনে সুখ-শান্তি ফিরিয়ে আনতে পারবে। 

তুমি তাকে খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ, পিলিজ লাগে ... 

[উল্লেখ্য, তানিয়ার মা একজন কাজের বুয়া ম্যানেজ করার এজেন্ট। সুদীর্ঘ ১ মাস ধরে আমার স্ত্রী ৩-বেলা নিয়ম করে এই ভদ্রমহিলাকে ফোন করে যাচ্ছে একটি কাজের বুয়া পাওয়ার আশায়। প্রতিবার ফোন করার আগে সে আল্লাহর কাছে দু'হাত তুলে মোনাজাত করে। খোদার কসম, আমি সাক্ষী।

আল্লাহতা'আলা অতি শীঘ্র তানিয়ার মা'কে একটা ভালো বুয়ার সন্ধান দিক, আমাদের জীবনে আবার সুখ-শান্তি ফিরে আসুক।

আমিন।]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন