"ফার্স্ট কল এইবার তোর। স্টার্ট কর।"
"১৬?"
"আছি"
"১৭?"
"আছি"
"১৮?"
"ধুর ব্যাটা, কি ডাকোস এগুলা মুরগির মত? ১৬-১৭'র দিন আছে নাকি এখনো?"
"আচ্ছা যা, ২০"
"২২ পর্যন্ত আছি"
"ওকে ... ২৩"
"২৩??? যাহ, ডাবল দিলাম। ২৩ পাবি না। শিওর"
"রিডাবল। ২৩ ক্যান? ২৯ কল দিলেও ব্যাপার ছিল না। বাসে পেট্রল বোম মারার প্ল্যানই তো হইসে অ্যাটলিস্ট ১৫টা। এর মধ্যে ২৩টা লাশ পরবো না? কি কস তুই? হুদাই ব্যাটা ডাবল দিলি। সামলা এইবার রিডাবলের ঠ্যালা।"
.
.
.
.
.
কেন জানি এখন মনে হয় ব্যাপারটা আসলে এমনই সিম্পল। কোন অবরোধে কোন পদ্ধতিতে কয়টা লাশ পড়বে, সেটা বোধহয় এভাবেই কোনো টুয়েন্টিনাইন'এর টেবিলে সিদ্ধান্ত হয়।
হতেই পারে। লাশ নিয়ে টুয়েন্টিনাইন খেলাও নিশ্চয়ই তাদের গণতান্ত্রিক অধিকার!
"১৬?"
"আছি"
"১৭?"
"আছি"
"১৮?"
"ধুর ব্যাটা, কি ডাকোস এগুলা মুরগির মত? ১৬-১৭'র দিন আছে নাকি এখনো?"
"আচ্ছা যা, ২০"
"২২ পর্যন্ত আছি"
"ওকে ... ২৩"
"২৩??? যাহ, ডাবল দিলাম। ২৩ পাবি না। শিওর"
"রিডাবল। ২৩ ক্যান? ২৯ কল দিলেও ব্যাপার ছিল না। বাসে পেট্রল বোম মারার প্ল্যানই তো হইসে অ্যাটলিস্ট ১৫টা। এর মধ্যে ২৩টা লাশ পরবো না? কি কস তুই? হুদাই ব্যাটা ডাবল দিলি। সামলা এইবার রিডাবলের ঠ্যালা।"
.
.
.
.
.
কেন জানি এখন মনে হয় ব্যাপারটা আসলে এমনই সিম্পল। কোন অবরোধে কোন পদ্ধতিতে কয়টা লাশ পড়বে, সেটা বোধহয় এভাবেই কোনো টুয়েন্টিনাইন'এর টেবিলে সিদ্ধান্ত হয়।
হতেই পারে। লাশ নিয়ে টুয়েন্টিনাইন খেলাও নিশ্চয়ই তাদের গণতান্ত্রিক অধিকার!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন