ভুড়ি কমেছে কি কমে নাই, সেটা এখনো মাপি নাই।
মানিব্যাগের কয় টাকা বাঁচলো, সেটা এখনো হিসাব করি নাই।
গাড়ি নিয়ে রাস্তায় বের না হয়ে ট্রাফিক জ্যাম কমাতে কতটুকু হেল্প করলাম, সেসব নিয়ে এখনো ভাবতে বসি নাই। (হরতালে আবার ট্রাফিক জ্যাম কি?)
তবে ...
৭/৮ দিনের সাইকেল চালানোর একটা সুফল নিয়ে আমি চরম আনন্দিত এবং বিমোহিত।
রাতে যে একটা সলিড ঘুম হয় রে ভাই, বলার মত না। কানের পাশে ককটেল ফাটলেও এখন আমার ঘুম ভাঙ্গে না। যাদের ঘুম আমার মত পাতলা এবং যারা আমার মত মোটামুটি লেভেলের ইনসমনিক, সাইকেল চালানো শুরু করেন ভাই।
আল্লাহর কসম কেটে বলছি, এমন শান্তির ঘুম আমি বহুদিন ঘুমাই নাই। স্বপ্ন পর্যন্ত দরজা নক করে করে টায়ার্ড হয়ে ফিরে যাচ্ছে; ঘুমের মধ্যে ঢুকতে পারছে না।
আহা, কি যে সুখ!
মানিব্যাগের কয় টাকা বাঁচলো, সেটা এখনো হিসাব করি নাই।
গাড়ি নিয়ে রাস্তায় বের না হয়ে ট্রাফিক জ্যাম কমাতে কতটুকু হেল্প করলাম, সেসব নিয়ে এখনো ভাবতে বসি নাই। (হরতালে আবার ট্রাফিক জ্যাম কি?)
তবে ...
৭/৮ দিনের সাইকেল চালানোর একটা সুফল নিয়ে আমি চরম আনন্দিত এবং বিমোহিত।
রাতে যে একটা সলিড ঘুম হয় রে ভাই, বলার মত না। কানের পাশে ককটেল ফাটলেও এখন আমার ঘুম ভাঙ্গে না। যাদের ঘুম আমার মত পাতলা এবং যারা আমার মত মোটামুটি লেভেলের ইনসমনিক, সাইকেল চালানো শুরু করেন ভাই।
আল্লাহর কসম কেটে বলছি, এমন শান্তির ঘুম আমি বহুদিন ঘুমাই নাই। স্বপ্ন পর্যন্ত দরজা নক করে করে টায়ার্ড হয়ে ফিরে যাচ্ছে; ঘুমের মধ্যে ঢুকতে পারছে না।
আহা, কি যে সুখ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন