সাংবাদিকতা সম্পর্কে আমার জ্ঞান মোটামুটি শুন্যের কোঠায়। তাই এই ব্যাপারে কোনো জ্ঞানগর্ভ আলোচনায় যেতে আমি নারাজ। সকাল সকাল একটি বিখাউজ আর্টিকেল আমার মেজাজটা খিচড়ে দিয়েছে বলেই মনের ঝালটা এখানে ঝারছি। দয়া করে এই স্টেটাসটিকে সমগ্র সাংবাদিক মহলের প্রতি কটাক্ষ হিসেবে দেখবেন না।
প্রথম আলোর খেলার পাতার লীড আর্টিকেলটা কেউ পড়েছেন? গোটা ক্রিকেট-বিশ্ব আজ যেখানে মহানায়কের বিদায় নিয়ে ব্যথিত, শুধু ক্রিকেট-টেন্ডুলকার নয়, বরং সবাই যেখানে মানুষ-টেন্ডুলকারের স্তুতিতেও ব্যস্ত; সেখানে "টেন্ডুলকার অবসর নিতে এত দেরী কেন করলেন?", "আরো ৩ বছর আগেই তার রিটায়ার কথা উচিত ছিল", "স্টিভ ওয়াহ ক্যামনে রিটায়ার করসিলো, লারা ক্যামনে করসিলো?" - ইত্যাদি ত্যানা-প্যাঁচানি টাইপ পকপকানিটা কি না করলেই হত না?
যে টেন্ডুলকারকে নিয়ে তার ঘোর শত্রুও কোনদিন একটা বাজে কথা বলতে পারে নাই (ইন ফ্যাক্ট তার কোনো শত্রু ছিল বলেও কোনদিন শুনি নাই, ওয়াসিম আকরাম বা শেন ওয়ার্ন পর্যন্ত তার প্রশংসায় মুখে ফ্যানা তুলে ফেলছে), সেখানে তার এই বিদায়লগ্নে দেশের শীর্ষস্থানীয় পত্রিকার কাছ থেকে আরো সেন্সিবল এবং রেসপেক্টফুল আর্টিকল আশা করেছিলাম!
পিপড়ার কামড়ে সিংহের কিছু হয় না। আমি নিশ্চিত, অর্বাচিনের মুর্খতাও ক্রিকেট ঈশ্বরকে স্পর্শ করবে না।
টেন্ডুলকার ভাই, আমি সামান্য একজন ক্রিকেট ভক্ত। আপনার দলের প্রতি আমার চরম এলার্জি থাকলেও, জানবেন, তার কারণ আপনি নন। আপনাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকেই শ্রদ্ধা করি। ভালো থাকবেন।
প্রথম আলোর খেলার পাতার লীড আর্টিকেলটা কেউ পড়েছেন? গোটা ক্রিকেট-বিশ্ব আজ যেখানে মহানায়কের বিদায় নিয়ে ব্যথিত, শুধু ক্রিকেট-টেন্ডুলকার নয়, বরং সবাই যেখানে মানুষ-টেন্ডুলকারের স্তুতিতেও ব্যস্ত; সেখানে "টেন্ডুলকার অবসর নিতে এত দেরী কেন করলেন?", "আরো ৩ বছর আগেই তার রিটায়ার কথা উচিত ছিল", "স্টিভ ওয়াহ ক্যামনে রিটায়ার করসিলো, লারা ক্যামনে করসিলো?" - ইত্যাদি ত্যানা-প্যাঁচানি টাইপ পকপকানিটা কি না করলেই হত না?
যে টেন্ডুলকারকে নিয়ে তার ঘোর শত্রুও কোনদিন একটা বাজে কথা বলতে পারে নাই (ইন ফ্যাক্ট তার কোনো শত্রু ছিল বলেও কোনদিন শুনি নাই, ওয়াসিম আকরাম বা শেন ওয়ার্ন পর্যন্ত তার প্রশংসায় মুখে ফ্যানা তুলে ফেলছে), সেখানে তার এই বিদায়লগ্নে দেশের শীর্ষস্থানীয় পত্রিকার কাছ থেকে আরো সেন্সিবল এবং রেসপেক্টফুল আর্টিকল আশা করেছিলাম!
পিপড়ার কামড়ে সিংহের কিছু হয় না। আমি নিশ্চিত, অর্বাচিনের মুর্খতাও ক্রিকেট ঈশ্বরকে স্পর্শ করবে না।
টেন্ডুলকার ভাই, আমি সামান্য একজন ক্রিকেট ভক্ত। আপনার দলের প্রতি আমার চরম এলার্জি থাকলেও, জানবেন, তার কারণ আপনি নন। আপনাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকেই শ্রদ্ধা করি। ভালো থাকবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন