আমাদের ক্রিয়েটিভ হেড'এর নাম হাসিব।
কিছুদিন আগে ক্লায়েন্ট সার্ভিসিং'এ একজন জয়েন করলো। তার নামও হাসিব।
পুরনো হাসিব কিছুতেই মানবে না যে এই অফিসে আরেকটা হাসিব থাকতে পারে। নতুন হাসিবের ভালো নাম হলো "ওমর হাসিব"। সুতরাং এই অফিসে তার নাম হলো "ওমর"। যদিও, প্রথম কিছুদিন হাসিব বলে ডাকই দিলে দুই বান্দা হাজির হয়ে যেত।
কিছুদিন পর "আসিফ" নামে আরেকজন জয়েন করলো। সমস্যা আরো বাড়লো। আমি আমার রুমে বসে হাসিব বলে ডাক দিলে ৩ বান্দা এসে হাজির হয়। পুরনো হাসিব, অমর হাসিব এবং আসিফ। সমস্যার সমাধানে আবার এগিয়ে এলো ভালো নাম। আসিফের ভালো নাম "কাজী আসিফ"। সুতরাং এই অফিসে আসিফের নতুন নাম হলো "কাজী"। এবং ওমর হাসিবকে আবারও সাবধান করা হলো, যেন সে হাসিব ডাক শুনলেই দৌড় দিয়ে চলে না আসে।
লেকিন ... পিকচার তো আভি বাকি হ্যায় মেরে দোস্ত ...
ওমর হাসিব ফোটোগ্রাফি করে। ওদের একটা গ্রুপ আছে যারা বিভিন্ন ইভেন্টে ছবি তোলে। আমাদের একটা ইভেন্টের জন্য ওকে বলে হলো যেন ও আরেকজনকে সাথে নিয়ে এসে ফোটোগ্রাফিটা করে ফেলে।
পরদিন ওমর একটা ছেলেকে নিয়ে আসলো। জিগ্গেস করলাম, কি নাম ভাই তোমার?
হাসিমুখে সে জবাব দিল - "ভাইয়া, আমার নাম ওমর।"
... ওরে রে ... কেউ আমারে পুইত্তালারে ... এক্কেরে জিন্দাপুইত্তালা ...
[... ওমরের আজকে বৌভাত (নতুন ওমরের); কাজের ভেজালে যেতে পারছি না। দোওয়া থাকলো তদের দুইজনের জন্য। ভালো থাকিস।]
কিছুদিন আগে ক্লায়েন্ট সার্ভিসিং'এ একজন জয়েন করলো। তার নামও হাসিব।
পুরনো হাসিব কিছুতেই মানবে না যে এই অফিসে আরেকটা হাসিব থাকতে পারে। নতুন হাসিবের ভালো নাম হলো "ওমর হাসিব"। সুতরাং এই অফিসে তার নাম হলো "ওমর"। যদিও, প্রথম কিছুদিন হাসিব বলে ডাকই দিলে দুই বান্দা হাজির হয়ে যেত।
কিছুদিন পর "আসিফ" নামে আরেকজন জয়েন করলো। সমস্যা আরো বাড়লো। আমি আমার রুমে বসে হাসিব বলে ডাক দিলে ৩ বান্দা এসে হাজির হয়। পুরনো হাসিব, অমর হাসিব এবং আসিফ। সমস্যার সমাধানে আবার এগিয়ে এলো ভালো নাম। আসিফের ভালো নাম "কাজী আসিফ"। সুতরাং এই অফিসে আসিফের নতুন নাম হলো "কাজী"। এবং ওমর হাসিবকে আবারও সাবধান করা হলো, যেন সে হাসিব ডাক শুনলেই দৌড় দিয়ে চলে না আসে।
লেকিন ... পিকচার তো আভি বাকি হ্যায় মেরে দোস্ত ...
ওমর হাসিব ফোটোগ্রাফি করে। ওদের একটা গ্রুপ আছে যারা বিভিন্ন ইভেন্টে ছবি তোলে। আমাদের একটা ইভেন্টের জন্য ওকে বলে হলো যেন ও আরেকজনকে সাথে নিয়ে এসে ফোটোগ্রাফিটা করে ফেলে।
পরদিন ওমর একটা ছেলেকে নিয়ে আসলো। জিগ্গেস করলাম, কি নাম ভাই তোমার?
হাসিমুখে সে জবাব দিল - "ভাইয়া, আমার নাম ওমর।"
... ওরে রে ... কেউ আমারে পুইত্তালারে ... এক্কেরে জিন্দাপুইত্তালা ...
[... ওমরের আজকে বৌভাত (নতুন ওমরের); কাজের ভেজালে যেতে পারছি না। দোওয়া থাকলো তদের দুইজনের জন্য। ভালো থাকিস।]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন