নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে আজকে। আম্লিগ বেশরমের মত আনন্দ-মিছিল বের করেছে। করতেই পারে। এটা তাদের "গণতান্ত্রিক" অধিকার।
বিম্পি-জামাত-চাল্লি-পাল্লি নিয়ে অবরোধ ডেকেছে। নিশ্চয়ই বাস-গাড়ি-সিএনজি পোড়ানোর পুরা প্ল্যান নিয়েই মাঠে নামবে তারা। নামতেই পারে। এটা তাদের "গণতান্ত্রিক" অধিকার।
কাল থেকে (ইনফ্যাক্ট আজ থেকেই) আমার মেয়ের পরীক্ষা শুরু। স্কুল ডিসাইড করেছে তারা অবরোধের মধ্যেও স্কুল খোলা রাখবে। রাখতেই পারে। এটা তাদের "গণতান্ত্রিক" অধিকার।
আমি সকাল বেলা আমার মেয়েকে স্কুলে দিতে যাব। গাড়ি নিয়ে। যদি আমার গাড়ির সামনে কোনো পিকেটার পরে, খোদার কসম, চোখ বন্ধ করে গা'এর উপর গাড়ি উঠায়ে দিব।
উঠাতেই পারি। এটাও আমার "গণতান্ত্রিক" অধিকার।।
বিম্পি-জামাত-চাল্লি-পাল্লি নিয়ে অবরোধ ডেকেছে। নিশ্চয়ই বাস-গাড়ি-সিএনজি পোড়ানোর পুরা প্ল্যান নিয়েই মাঠে নামবে তারা। নামতেই পারে। এটা তাদের "গণতান্ত্রিক" অধিকার।
কাল থেকে (ইনফ্যাক্ট আজ থেকেই) আমার মেয়ের পরীক্ষা শুরু। স্কুল ডিসাইড করেছে তারা অবরোধের মধ্যেও স্কুল খোলা রাখবে। রাখতেই পারে। এটা তাদের "গণতান্ত্রিক" অধিকার।
আমি সকাল বেলা আমার মেয়েকে স্কুলে দিতে যাব। গাড়ি নিয়ে। যদি আমার গাড়ির সামনে কোনো পিকেটার পরে, খোদার কসম, চোখ বন্ধ করে গা'এর উপর গাড়ি উঠায়ে দিব।
উঠাতেই পারি। এটাও আমার "গণতান্ত্রিক" অধিকার।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন