উত্তেজনার বশে আজকে সকালে একটা আকাম করে ফেলসি।
সাত-সকালে মেয়ের স্কুল থেকে এসএমএস আসল - "Dear Parents, school will remain open on Saturday, Nov 23, 2013. Wednesday's routine will be followed. Principal."
হরতাল নিয়ে আমার মাথা মেজাজ এমনিতেই চরম খিচড়ে থাকে। এর মধ্যে শনিবারও সকাল সাড়ে ৬টায় ঘুম থেকে ওঠার এই বেত্তমিস আবদার দেখে মাথায় রক্ত উঠে গেল। সাথে সাথে রিপ্লাই করলাম "আহা, কি আনন্দ। চলেন আমরা সবাই মিলে হরতালকে স্বাগত জানিয়ে শুক্রবার ভোরেও ধানমন্ডি লেকের ধারে নৃত্য করি। প্রিন্সিপাল আপা কোরিয়গ্রাফার, আমরা সবাই নৃত্যশিল্পী। ভালো তো! ভালো না?"
এখন চরম টেনশন লাগছে রে ভাই। এই এসএমএস যদি আসলেই প্রিন্সিপাল আপা পর্যন্ত পৌঁছায় !!! বাপের পাপে মেয়ে না আবার চাপে পড়ে যায়!!!
ধুর, এইসব আকাম যে ক্যান করতে যাই আমি???
সাত-সকালে মেয়ের স্কুল থেকে এসএমএস আসল - "Dear Parents, school will remain open on Saturday, Nov 23, 2013. Wednesday's routine will be followed. Principal."
হরতাল নিয়ে আমার মাথা মেজাজ এমনিতেই চরম খিচড়ে থাকে। এর মধ্যে শনিবারও সকাল সাড়ে ৬টায় ঘুম থেকে ওঠার এই বেত্তমিস আবদার দেখে মাথায় রক্ত উঠে গেল। সাথে সাথে রিপ্লাই করলাম "আহা, কি আনন্দ। চলেন আমরা সবাই মিলে হরতালকে স্বাগত জানিয়ে শুক্রবার ভোরেও ধানমন্ডি লেকের ধারে নৃত্য করি। প্রিন্সিপাল আপা কোরিয়গ্রাফার, আমরা সবাই নৃত্যশিল্পী। ভালো তো! ভালো না?"
এখন চরম টেনশন লাগছে রে ভাই। এই এসএমএস যদি আসলেই প্রিন্সিপাল আপা পর্যন্ত পৌঁছায় !!! বাপের পাপে মেয়ে না আবার চাপে পড়ে যায়!!!
ধুর, এইসব আকাম যে ক্যান করতে যাই আমি???
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন