এই ব্যাপারটা নিয়ে ঠিক এভাবে আর কেউ ভেবেছে কিনা আমি জানি না। সেদিন আরিফ ভাইয়ের সাথে আড্ডা দিতে দিতে ব্যপারটা মাথায় আসে। দেখেন তো এভাবে ভাবতে পারলে "দেশপ্রেম" ব্যাপারটা আরেকটু ক্লিয়ারলি বোঝা যায় কিনা।
মনে করে দেখুন তো বছর ১৫ আগে, সারা বছরে শরীরে লাল-সবুজ পতাকা জড়িয়ে রাস্তায় ছুটে বের হয়ে গলা ফাটিয়ে "বাংলাদেশ, বাংলাদেশ" বলে চিত্কার করার মত অকেশন আমরা কয়বার পেতাম? ২৬সে মার্চ, ১৬ই ডিসেম্বরে বাড়ির ছাদে পতাকা উড়াতাম। সাফ ফুটবলে একবার চ্যাম্পিয়ন হলাম, মনে আছে বড়দের পিছে পিছে সেবার পতাকা নিয়ে মেইন রোড পর্যন্ত গিয়েছিলাম। টেনেটুনে আরো কিছু বাড়ালেও বছরে ৪/৫ বারের বেশি আমাদের সাথে পতাকার দেখা হত না।
বাকি ৩৬০ দিন পতাকা থাকত ভাঁজ করা অবস্থায়। আলমারির ভেতর।
আর এখন? দু'দিন পরপরই এখন আমাদের পতাকা জড়াতে হয়। দু'দিন পরপরই "বাংলাদেশ, বাংলাদেশ" বলে চিত্কার করে আমাদের গলা ভাঙ্গে। চোখের পানি, নাকের পানি এক করে আমরা "দেশপ্রেম"এর জোয়ারে ভাসি।
১৬ কোটি মানুষের জীবনে যারা বারবার লাল-সবুজ পতাকা ফিরিয়ে এনেছে, "দেশপ্রেম" যদি শিখতে হয়, চলুন তাদের কাছ থেকেই শিখি। পিচ্চি-পিচ্চি এই ছেলেগুলি ক্যামনে পারে বারবার, আমাদের এভাবে হাসাতে? এভাবে কাঁদাতে?
আজকে রাতে আমরাই বাংলাদেশে আমার সাথে থাকছে মাহমুদুল্লাহ রিয়াদ আর নাসির হোসেন।
কথা হবে ওদের সাথে, "সত্যিকারের দেশপ্রেম" নিয়ে। রাত ১১টায়, ইন্ডিপেন্ডেন্ট টিভিতে।
মনে করে দেখুন তো বছর ১৫ আগে, সারা বছরে শরীরে লাল-সবুজ পতাকা জড়িয়ে রাস্তায় ছুটে বের হয়ে গলা ফাটিয়ে "বাংলাদেশ, বাংলাদেশ" বলে চিত্কার করার মত অকেশন আমরা কয়বার পেতাম? ২৬সে মার্চ, ১৬ই ডিসেম্বরে বাড়ির ছাদে পতাকা উড়াতাম। সাফ ফুটবলে একবার চ্যাম্পিয়ন হলাম, মনে আছে বড়দের পিছে পিছে সেবার পতাকা নিয়ে মেইন রোড পর্যন্ত গিয়েছিলাম। টেনেটুনে আরো কিছু বাড়ালেও বছরে ৪/৫ বারের বেশি আমাদের সাথে পতাকার দেখা হত না।
বাকি ৩৬০ দিন পতাকা থাকত ভাঁজ করা অবস্থায়। আলমারির ভেতর।
আর এখন? দু'দিন পরপরই এখন আমাদের পতাকা জড়াতে হয়। দু'দিন পরপরই "বাংলাদেশ, বাংলাদেশ" বলে চিত্কার করে আমাদের গলা ভাঙ্গে। চোখের পানি, নাকের পানি এক করে আমরা "দেশপ্রেম"এর জোয়ারে ভাসি।
১৬ কোটি মানুষের জীবনে যারা বারবার লাল-সবুজ পতাকা ফিরিয়ে এনেছে, "দেশপ্রেম" যদি শিখতে হয়, চলুন তাদের কাছ থেকেই শিখি। পিচ্চি-পিচ্চি এই ছেলেগুলি ক্যামনে পারে বারবার, আমাদের এভাবে হাসাতে? এভাবে কাঁদাতে?
আজকে রাতে আমরাই বাংলাদেশে আমার সাথে থাকছে মাহমুদুল্লাহ রিয়াদ আর নাসির হোসেন।
কথা হবে ওদের সাথে, "সত্যিকারের দেশপ্রেম" নিয়ে। রাত ১১টায়, ইন্ডিপেন্ডেন্ট টিভিতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন