মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৩

তেতুলিয়া থেকে টেকনাফ

ম্যাথমেটিক্যাল উপায়ে একটু দেশপ্রেমের কথা বলি। 

মনে করি, কোনো একটা ভালো উদ্যোগকে সাকসেসফুল করার জন্য ১০এর মধ্যে মিনিমাম ৬ পয়েন্ট পেতে হবে। যদি সেইরকম সাকসেসফুল হতে হয়, তাহলে লাগবে ৮; আর যদি এক্কেরে জিন্দাপুইত্তালাআআ টাইপ কিছু চাই তাহলে ১০'এ ১০'এর বিকল্প নাই। 

এবার মনে করি, কেউ একটা বুদ্ধি করলো - আর সেই বুদ্ধিটা যদি কাজে লেগে যায় তাহলে দেশের একটা সমস্যার সমাধান হয়ত হয়েও যেতে পারে। ধরে নেই, সেই বুদ্ধির মেরিট হলো ১০'এর মধ্যে ৩। 

এই অবস্থায় আমাদের সামনে খোলা থাকে দুইটা পথ।

১। (যেটাকে আমরা অনেকেই তাচ্ছিল্যভরে "বাংলাদেশী পথ" বলে থাকি): "এইটা কোনো বুদ্ধি হইলো?", "এইসব করে কোনো লাভ আছে?", "সব দুই নাম্বারী বুদ্ধি, নিজের মার্কেটিং'এর ধান্দা" ইত্যাদি বলে ১০'এ ৩ প্রাপ্ত বুদ্ধিটাকে ক্রিটিসাইজ করা। এতে করে অনেক সময় রাগে, ক্ষোভে, দুঃখে বুদ্ধিকারী ডিসাইড করে "ভালো কাজের খ্যাতা-পুরি, করলাম না কাজ।" অথবা ঠিক করে "কাউরে লাগবো না আমার, আমি একাই কাজ কৈরালামু। যদি তর ডাক শুনে কেউ নাআসে , তবে একলা চল রে।"

দুই ক্ষেত্রেই লসটা আমাদের। দ্বিতীয় ক্ষেত্রে "৩" মেরিট ওয়ালা কাজটা "৩"এই থেকে যায়, আলটিমেট রেসাল্ট পাওয়া যায় না। আর প্রথম ক্ষেত্রে তো উদ্দ্যোগটা ভূমিষ্ট হওয়ার আগেই তাকে ধ্বংস করা হয়। 

২। এটা হলো সেই পথ যেটা বেছে নিলে আমাদের দেশটা শুধুই সামনের দিকে এগিয়ে যাবে। "৩" পাওয়া বুদ্ধিটা যদি আপনার মনে ধরে, তাহলে একটু ভেবে দেখুন, ওটাতে আপনি কোনভাবে কনট্রিবিউট করতে পারেন কিনা। ধরুন, আপনার পার্টিসিপেসনে যদি ১ পয়েন্টও যোগ হয়, বুদ্ধির মেরিট কিন্তু ৩ থেকে ৪'এ পৌছে যাবে। এভাবে করে মাত্র ৪/৫ জন একসাথে হলেই কিন্তু ওই "৩" পাওয়া বুদ্ধিটা দিয়েই দেশের একটা ঝামেলাকে এক্কেরে  জিন্দাপুইত্তালানো সম্ভব। 

রক্তসৈনিক'এর নজরুল আর কল ফর ব্লাড'এর রুবাইয়াত একটা সুপার প্ল্যান করেছে। রক্তদাতাদের উত্সাহিত করতে এবং সেচ্ছায় রক্তদানের ব্যাপারে সচেতনতা বাড়াতে ওরা দু'জন তেতুলিয়া থেকে টেকনাফ যাবে সাইকেল চালিয়ে। মাঝে মাঝে থামবে আর মানুষকে রক্ত দেয়ার গল্প বলবে। আমাদের কাছে বুদ্ধিটা খুব ভালো লেগেছে। তাই আমরাই বাংলাদেশ ওদের সাথে আছে। আমরা আমার সীমিত ক্ষমতা আর বুদ্ধি দিয়ে ওদের বুদ্ধি'তে কিছুটা হলেও কনট্রিবিউট করতে চাই। "আধা পয়েন্ট" বা "এক পয়েন্ট"ই হোক, কিছু তো যোগ হবে। বাই দা ওয়ে, এই বুদ্ধি কিন্তু "৩" পাওয়া বুদ্ধি না, উইথ অর উইথআউট আমাদের বুদ্ধি, এই উদ্যোগ কিন্তু সফল হবেই। (ক্রেডিট কিন্তু ওদের'ই, এটা আবারও ক্লিয়ার করে নিলাম:) 

নজরুল-রুবাইয়াত যা করছে, সেটা দেশপ্রেম'এর একটা আদর্শ উদাহরণ। আপনি যদি বুদ্ধি দিয়ে বা সাহস দিয়ে ওদের সাথে থাকেন, সেটাও কিন্তু দেশপ্রেম'ই। 

এখন, গালি দিবেন না তালি দিবেন, নাকি বুদ্ধি দিবেন - তা আপনার ডিসিশন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন