শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৩

পুলিশ ভাইয়ারা, এদের ধরা কি এতই কঠিন?

ছোটবেলায় যখন টিফিন টাইমে স্কুল পালিয়ে ঢাকা কলেজের পুকুরে ঝাপাঝাপি করতে যেতাম, কতরকম বুদ্ধি'ই না করতাম চেহারা ঢেকে রাখার। একবারের কথা মনে আছে, ঝুম বৃষ্টির মধ্যে আমরা ৬/৭ জন স্কুল পালালাম; ঢাকা কলেজের মাঠ থেকে ঘাড় ঘুরিয়ে দেখি - স্কুলের দোতলার বারান্দা থেকে আনোয়ারুল করিম স্যার আমাদের চেনার চেষ্টা করছেন। স্যার এবং আমাদের মাঝখানের দূরত্ব মিনিমাম কয়েকশ গজ তো হবেই, তার উপর ঝুম বৃষ্টি। নিজেকে যতই আশ্বস্ত করি যে স্যার নিশ্চই এতদূর থেকে আমাদের চিনবেন না, তবু কোনো লাভ হয় না। সারারাত ঘুমাতে পারি নাই ভয়ে, টেনশনে। 

এবং, পরদিন, ক্লাসে এসে করিম স্যার নাম ধরে ধরে আমাদের ওই কয়েকজনকে ডেকে নিয়ে যান অ্যাসিস্ট্যান্ট হেড স্যারের রুমে (আমাদের সময়ে স্কুলের সবচেয়ে ভয়ংকর জায়গা ছিল অ্যাসিস্ট্যান্ট হেড স্যারের রুম)। বাকি গল্প নাহয় আর না'ই বললাম। 

একটু আগে টিভিতে দেখলাম দুইজন লোক একটা বাসে আগুন দিচ্ছে। ক্যামেরা তাদের দিকে তাক করে আছে দেখেও তারা বিন্দুমাত্র বিচলিত নয়। ধীরে-সুস্থে প্লাস্টিকের ক্যান থেকে পেট্রল (বা কেরোসিন) ঢাললো, চেক করে দেখল ফুয়েল ঠিকমত ছড়ানো হয়েছে কিনা, বাস থেকে বের হলো, তারপর ম্যাচের কাঠি ছুরে দিল। পুরোটা সময় ক্যামেরায় তাদের প্রাউড চেহারাগুলো দেখা গেল? একটু পর দেখলাম বাস'টা পুরাপুরি জ্বলে পুড়ে গেছে। 

বাংলাদেশ পুলিশে আনোয়ারুল করিম স্যারের মত কেউ নাই? আর যদি এদের পরবর্তিতে ধরা হয়েই থাকে, সেই কাহিনী মিডিয়াতে কেন কখনই দেখি না আমরা? 

পুলিশ ভাইয়ারা, এদের ধরা কি এতই কঠিন? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন