আমি যখন ক্লাস এইটে পড়ি, আমার খালাতো বোন তমা'র বয়স তখন আড়াই। আমরা থাকতাম গ্রীন রোডে, ওরা থাকতো মোহাম্মদপুর। ছোটবেলায় তমা একটা মহা-নাদুস-নুদুস-হাসিখুশি বাচ্চা ছিল এবং ও যতক্ষণ আমাদের বাসায় থাকত, আমাদের সবার সময়টা খুব সুন্দর কেটে যেত। তাই প্রায়ই আমি স্কুল থেকে রিক্সা নিয়ে একা একা খালার বাসায় চলে যেতাম, তারপর তমা'কে প্যাকেট বানিয়ে রিক্সায় করে বাসায় নিয়ে আসতাম। চিন্তা করে দেখেন তো একবার, ক্লাস এইটের একটা ছেলের একা একা রিক্সা করে মোহাম্মদপুর থেকে আড়াই বছরের পিচ্চি বোনকে নিয়ে গ্রীন রোডে চলে আসার ব্যাপারটা এখনকার ঢাকা শহরের সাথে মিলাতে পারেন কিনা।
সেই ঢাকার ছবি এখন কল্পনাতেও আসেনা। প্রবলেমটা কি জানেন? যদি এখন থেকেই আমি, আপনি, আমরা নিজেরা কিছু না করি, তাহলে আর থেকে ১০ বছর পর এই আজকের ঢাকা শহরটাকে নিয়েও আমরা একইভাবে হা-পিত্যেশ করবো। আজ রাতের #আমরাই_বাংলাদেশ এ আমার সাথে দেখতে পাবেন তিনজন প্রানোচ্ছল তরুনকে, যারা তাদের নিজ নিজ জায়গা থেকে শহরটাকে কিছু ফেরত দেয়ার চেষ্টা করছে। আমরা যারা ট্রাফিক নিয়ে শুধু অভিযোগই করতে থাকি, তাদের চোখ খুলে দেয়ার মত অনেক কিছুই বলবে ওরা।
এল-ক্লাসিকো'র এই রাতে আমরাই বাংলাদেশ দেখার দুঃসাহসিক অনুরোধটা ঠিক কিভাবে করব, বুঝে উঠতে পারছি না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন