মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৩

সেবা প্রকাশনী

আমাদের দেশে 
১। ৩ গোয়েন্দার মত আরেকটা সিরিজ আবার কবে হবে? 
২। নিয়মিত কে আবার আমাদের বিদেশী ক্লাসিকগুলি অনুবাদ করে পড়তে দিবে?
৩। রহস্য পত্রিকার মত আরেকটা পত্রিকা আবার কবে বের হবে? 
৪। আরেকটা মাসুদ রানা কবে হবে?

আমাদের ভালমত বেড়ে ওঠার পেছনে একটা সেবা প্রকাশনীর ভূমিকা যে কতখানি ছিল, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। রবিন হুড, থ্রি মাস্কেটিয়ারস, কাউন্ট অফ মন্টিক্রিস্তো সব তো সেবা প্রকাশনীই মাথায় ঢুকিয়েছে। আমাদের ছেলে-মেয়েরা পড়বে কি? শুধুই হ্যারি পটার? লর্ড অফ দা রিংস? বাংলা বই কই? সবাই কি ইংলিশ মিডিয়ামে পরে নাকি? অনুবাদ যেগুলো হচ্ছে, যাচ্ছেতাই সব ভাষা। বাচ্চারা তাহলে শিখবে কোত্থেকে? ডোরেমন, নিনজা হাতরির পিন্ডি চটকে লাভ আছে? ওদের কোন অল্টারনেটিভটা  দিচ্ছি আমরা বড়রা? জাফর ইকবাল, শাহরিয়ার কবির'দের পর আর কে? সেবা প্রকাশনীর মত আরেকটা প্রকাশনী কবে হবে আবার? 

কি করা যায় বলুন তো? আমি তো কোনো সমাধান খুঁজে পাচ্ছি না। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন