বুধবার, ৯ অক্টোবর, ২০১৩

পাথর-বৃষ্টি


আজ আকাশ থেকে পাথর-বৃষ্টি হতে পারে। সেই পাথরের আঘাতে আমার মাথা চূর্ণ-বিচূর্ণ হয়ে যেতে পারে। 
আজ বৃহস্পতিবার হলেও শনির বলয় যেকোনো সময় আইৎকা এটাক করতে পারে। 
আজ পান থেকে চুন খসলেই বেঁধে যেতে পারে তুলকালাম কান্ড। 
আজ ব্রাশ করার পর টুথব্রাশটা ঠিক জায়গায় না রাখা হলে বেধে যেতে পারে ট্যারম ট্যারম  যুদ্ধ। 
মেয়ে যদি স্কুল থেকে ফিরে দু'পায়ের মোজা ড্রয়িং রুমের সোফায় ছুড়ে ফেলে, বলা যায় না কালকে আমার  মেয়ের ন্যাড়া মাথা দেখলেও অবাক হব না। 
পুত্র আমার মনের ভুলে যদি হাগু-সূত্র মেনে না চলে, বেচারার কপালে হয়ত আজ খাওয়া নাও জুটতে পারে। 
আমার পকেটে একটা লিস্ট আছে - "আজকের করনীয়"; একটাও যদি কোনভাবে মিস হয়ে যায়, মিসাইল ইজ ওয়েইটিং ফর মি। 
.
.
.
.
.
.
.
আজ সকালে রাগারাগি করে আমার বউ দুইটা বুয়া'কেই বিদায় করে দিয়েছে। বর্তমানে বউ আমার পুত্রকে নিয়ে বাসায় অবস্থান করছেন, বুয়াহীন অবস্থায়। মেজাজ ফট্টিনাইন।  কন্যা স্কুলে। আমি অফিসে। ইয়া নফসি ইয়া নফসি করছি। ফোন আসলেই কেঁপে কেঁপে উঠছি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন