যারা ঢালাও ভাবে বলে "দেশপ্রেম" একটা হারিয়ে যাওয়া শব্দ, আমরা সে'দলের মানুষ নই। যারা কথায় কথায় ঠোঁট বাঁকিয়ে বলে "গোল্লায় গেছে এই দেশ। নাই রে ভাই, এই দেশের আর কোনো ভবিষ্যত নাই", আমরা তাদের সাথেও নেই। আমরা জানি এবং বিশ্বাস করি, দেশ সেদিকেই যাবে, যেদিকে আমরা তাকে পথ দেখিয়ে নিয়ে যাব। খুশির ব্যাপার কি জানেন? দেশজুড়ে ছড়িয়ে থাকা অগুণতি মেধাবী মুখ প্রতিদিন আমাদের মনে করিয়ে দেয়, আমাদের দেশটা একা না। বুদ্ধিদীপ্ত, প্রতিজ্ঞাবদ্ধ অগুণতি তরুণ যার যার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে কিছু একটা করার। আমরা তাদের পাশে থেকে সাহস যোগাতে চাই, নিজেদের সাধ্যে যতটা কুলায়, ততটা দিয়ে ওদের এগিয়ে যাওয়ার পথটা মসৃন করতে চাই। একা হয়ত অনেককিছুই করতে পারব না, কিন্তু সবাই এক হলে, অনেক বড় স্বপ্নও সত্যি করে ফেলা সম্ভব।
"আমরাই বাংলাদেশ" নিঃস্বার্থ এই দেশপ্রেমিকদের কথা বলবে - যেন তাদের দেখে আরো হাজার দেশপ্রেমিকের জন্ম হয়। "আমরাই বাংলাদেশ" শুধু সমস্যা নিয়েই কথা বলবে না, বরং সবাইকে সাথে নিয়ে সমস্যার সমাধানে ঝাঁপিয়ে পড়বে। যেখানেই কেউ দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করছে, "আমরাই বাংলাদেশ" তাদের পাশে দাঁড়ানোর প্ল্যাটফর্ম। আমরাই বাংলাদেশ নিছকই একটা টেলিভিশন প্রোগ্রাম না, বা শুধুই একটা ফেইসবুক পেইজ না। "আমরাই বাংলাদেশ" একটা পথচলার নাম, চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়ে কিছু করে দেখানোর বিশ্বাসের নাম।
শুরুটা তো হোক। দেখি না কি হয়। দেশটা তো আমাদেরই, তাই না?
আমরাই তো বাংলাদেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন