একটা ভীতিকর ট্রেন্ড দেখতে পাচ্ছি আশেপাশে; এবং বিষয়টা দেখে আমি বেশ শংকিত বোধ করছি।
কেউ যদি ভালো কিছু করতে চায়, ব্যাপারটাকে কেন যেন সবাই এক নিমিষেই পলিটিক্সের সাথে জড়িয়ে ফেলছে। একদল বলছে "সব শালারা সরকারী দলের দালাল, দুইটা ভালো কাজ করে দেখাতে চাইছে যে সরকার কত সফল।" আরেক দল সাথে সাথে বলছে "কি বুঝতে চাইছেন ভাই? সরকার কিছুই করে নাই? আপনারা তাই মাঠে নেমে সব ঠিকঠাক করে দেবেন? ভাই, সব বুঝি, কত টাকা দিসে আপনাদের বিরোধী দল?" ভাববেন না এখানেই শেষ, থার্ড গ্রুপ একটা বিশাল জ্ঞানী মুচকি হাসি দিয়ে বলছে, "লাভ নাই ভাই, ইউনুস সাহেবের সাথে যোগ দিয়ে কোনো লাভ নাই, তৃতীয় শক্তি আর ডোডো পাখি - সেইম কথা।"
একটা মানুষ যদি ভালো কাজ করতে চায়, কেন তার সাথে পলিটিক্সকে মিলাতে হবে? এমনকি কোনো কথা আছে যে ভালো কাজ শুধু পলিটিশিয়ানরাই করবে, আর কেউ করতে পারবে না? নাকি, যারা ভালো কিছু কাজ করতে চায়, তাদের সবারই কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে হবে?
১৬ কোটি মানুষ রে ভাই, ৩২ কোটি সমস্যা। পলিটিশিয়ানরা কয়টা সামলাবে? দুই দল যদি কোলাকুলি করে এক হয়েও যায়, তাও কি শুধু তারা মিলে সব সমস্যা দূর করতে পারবে? নিজেদের কিছু করতে হবে না? যদি সত্যি সত্যিই কিছু মানুষ, কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াই ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে রাজি থাকে, কেন খামাখা তাদের পেছন থেকে টেনে ধরবেন? করি না সবাই মিলে কিছু। দেখি না কি হয়।
দেশটা তো আমাদেরই, তাই না?
আমরাই তো বাংলাদেশ
কেউ যদি ভালো কিছু করতে চায়, ব্যাপারটাকে কেন যেন সবাই এক নিমিষেই পলিটিক্সের সাথে জড়িয়ে ফেলছে। একদল বলছে "সব শালারা সরকারী দলের দালাল, দুইটা ভালো কাজ করে দেখাতে চাইছে যে সরকার কত সফল।" আরেক দল সাথে সাথে বলছে "কি বুঝতে চাইছেন ভাই? সরকার কিছুই করে নাই? আপনারা তাই মাঠে নেমে সব ঠিকঠাক করে দেবেন? ভাই, সব বুঝি, কত টাকা দিসে আপনাদের বিরোধী দল?" ভাববেন না এখানেই শেষ, থার্ড গ্রুপ একটা বিশাল জ্ঞানী মুচকি হাসি দিয়ে বলছে, "লাভ নাই ভাই, ইউনুস সাহেবের সাথে যোগ দিয়ে কোনো লাভ নাই, তৃতীয় শক্তি আর ডোডো পাখি - সেইম কথা।"
একটা মানুষ যদি ভালো কাজ করতে চায়, কেন তার সাথে পলিটিক্সকে মিলাতে হবে? এমনকি কোনো কথা আছে যে ভালো কাজ শুধু পলিটিশিয়ানরাই করবে, আর কেউ করতে পারবে না? নাকি, যারা ভালো কিছু কাজ করতে চায়, তাদের সবারই কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে হবে?
১৬ কোটি মানুষ রে ভাই, ৩২ কোটি সমস্যা। পলিটিশিয়ানরা কয়টা সামলাবে? দুই দল যদি কোলাকুলি করে এক হয়েও যায়, তাও কি শুধু তারা মিলে সব সমস্যা দূর করতে পারবে? নিজেদের কিছু করতে হবে না? যদি সত্যি সত্যিই কিছু মানুষ, কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াই ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে রাজি থাকে, কেন খামাখা তাদের পেছন থেকে টেনে ধরবেন? করি না সবাই মিলে কিছু। দেখি না কি হয়।
দেশটা তো আমাদেরই, তাই না?
আমরাই তো বাংলাদেশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন