রবিবার, ২৫ আগস্ট, ২০১৩

বলদটা বললো কারে?


ফেইসবুকে আওয়ামিলিগ আর বিএনপির কিছু ডাইহার্ড ফ্যান/কর্মী আছে যারা প্রাণপনে (মতান্তরে বলদের মত) "নিজের দলের বিপক্ষে" কাজ করে যায়। এবং অন্ধ সাপোর্টারগুলার মাথা এতটাই মোটা যে এরা কিছুতেই নিজেদের গাধামিটা বুঝতে পারেনা। 

এরা কিছুতেই মানতে পারেনা যে কিছু মানুষ এমন থাকতেই পারে যারা কোনো দলকেই অন্ধভাবে সমর্থন করে না। যারা যেকোনো দলের ভালো কাজকেই ভালো বলে, যেকোন দল খারাপ কাজ করলে তার সমালোচনা করে। যেটা বলছিলাম, ধরেন আমি বিএনপির সমালোচনা করে একটা পোস্ট দিলাম, বিএনপির ফ্যানরা ঝাপিয়ে পড়ল গালাগালির বহর নিয়ে; আমার গায়ে-মাথায়-কপালে-চামড়ায় আওয়ামীলীগের সিল-ছাপ্পর মেরে দিল। তারা বুঝলোও না যে আমার মাথায় তারা কোন জিনিষটা ঢুকিয়ে দিল - "ভাই, এই যদি হয় বিএনপির দলবলের অবস্থা, আর যারেই ভোট দেই - বিএনপিকে দিব না।" 

এতটুকু কথা পড়ে বিএনপি সম্প্রদায় কিন্তু ৫০০% শিওর হয়ে গেছে যে আমি মনেপ্রাণে একজন আওয়ামী সাপোর্টার। তাহলে শোনেন, সেইম টাইপ ইশটুপিট্  আপনার বিরোধী দলেও আছে। তারাও আওয়ামিলিগ নামে কিছু একটা বললেই ঘাউ করে ওঠে। আপনার কারণে আপনার বিএনপির যদি একটা ভোট কমে যাওয়ার পথ সুগম হয়ে থাকে, শিওর থাকেন, আপনার কাউন্টারপার্টের কারনে তার আওয়ামিলিগও একটা ভোট হারানোর পথে এক ধাপ এগিয়ে যাচ্ছে। 

ভাই, সোজা কথাটা ক্যান আপনাদের মাথায় ঢোকে না বলেন তো? দুই দলেরই ভালো দিক আছে, দুই দলেরই খারাপ দিক আছে। এবং এই সত্যটা আপনারা আমার মতই জানেন। আজাইরা কামে যতবার খ্যাক খ্যাক করে উঠবেন, আপনার বিপক্ষ দল ততটাই লাভবান হবে। জেগে থাকা মানুষের ঘুম ভাঙানো যায়না, এই কথাটা বহুবার শুনেছি, ইদানিং আপনারা যেন এটা প্রমানের জন্য প্র্যাকটিকাল ক্লাস খুলে বসেছেন! 

আমি নৌকাও করি না, ধানের শীষও করি না। নিরপেক্ষ নামক কোনকিছু  কিন্তু এক্সিস্ট করে না। যে ভালো কাজ করবে, আমি আসলে তার পক্ষে। বাংলাদেশের কন্টেক্স্ট'এ বললে, যে খারাপ কাজ কম করবে, আমি তার পক্ষে। বাংলাদেশে যে এখন পর্যন্ত তৃতীয় শক্তি রেডি হয় নাই, এটা বোঝার মত বুদ্ধি আমার মাথাতেও আছে। যার মানে হলো, ভোট এই দুই দলের একজনকেই দিতে হবে আমার। সো, সিম্পল ডিসিশন হলো - যেই দলে এই টাইপ অন্ধ-গাবর-মানুষ বেশি, আমি সেই দলের সাথে নাই।

দিলাম মনে হয় এনাদের মাথায় গিট্টু লাগিয়ে। মাথা চুলকাতে চুলকাতে নিশ্চয়ই এখন দুই দল'ই ভাবতে বসে গেসে - "এত দুনিয়া-দাড়ি ঘুরিয়ে পেচিয়ে কি রাজীব চৌধুরী গালিটা দিল কারে?"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন