বউ বলল মেয়েকে স্পেলিং-ডিকটেশন পড়াতে। বাংলায় ফুলের নাম। বানান শেখাতে গিয়ে ভাবলাম বিভিন্ন ফুলের নামের অর্থগুলাও একটু বুঝাই। মেয়েও বুঝুক যে বাপের জ্ঞানের ভান্ডার বেশ সমৃদ্ধ।
"বল তো মা, সূর্যমুখীর নাম সূর্যমুখী কেন? কারণ ... এই ফুলের স্পেশালিটি হলো সুর্য যেদিকে থাকে এই ফুলটাও সেদিক ফিরে থাকে।"
"রজনী মানে হলো রাত, এই ফুলটা রাতের বেলা ফোটে আর সুন্দর গন্ধ ছড়ায়, তাই এর নাম রজনীগন্ধা"
"ছোটো একটা গাছের মধ্যে অনেকগুলা সাদা ফুল ফোটে; এত কড়া গন্ধ যে চারপাশ মৌ-মৌ করে ওঠে। গন্ধের রাজা হলো এই ফুল, তাই এর নাম গন্ধরাজ।"
পিতৃপ্রতিভায় মুগ্ধ কন্যা জ্ঞানের পিপাসায় উন্মুখ; আগ্রহভরে প্রশ্ন ছোড়ে:
"বাবা, কামিনী ফুলের নাম কামিনী কেন?"
মাননীয় স্পিকার, আমি এখন কি করব?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন