বুধবার, ২৮ আগস্ট, ২০১৩

জাহান্নামের দেয়াল


জাহান্নামে একেক দেশের পাপীদের একেকটা দেয়াল-ঘেরা জায়গায় রাখা হয়। উঁচু-উঁচু সব দেয়াল। ৫০০ ফুট, হাজার ফুট, পাঁচ হাজার ফুট উঁচু দেয়াল। তারপরও পাপীদের পালানোর কত চেষ্টা। তাদের পালানো আটকাতে দেয়ালের নিচে পাহারা দেয় ইয়া-বিশাল মোঁচ-ওয়ালা জল্লাদ চেহারার সব প্রহরী; সারাক্ষণ তারা দৌড়ের উপর; এদিক থেকে এ পালানোর চেষ্টা করে, ওদিক থেকে ও। কোনো বিশ্রাম নাই তাদের। 

জাহান্নামের দেয়ালের বাইরে চা'এর টং দোকান। প্রতিদিন সেকাহনে বসে বসে চা খায় আর টুএন্টি নাইন খেলে ৪ প্রহরী। অলস জীবন কাটাতে কাটাতে ৪ জনের শরীরে চর্বির পাহাড়, নড়তে চড়তেও কষ্ট হয় তাদের। হঠাত একদিন জাহান্নামের সিকিউরিটি হেড সারপ্রাইজ ভিজিটে আসলেন; ৪ জনকে তাস খেলতে দেখে তব্দা খেয়ে গেলেন; "ওই, তদের কাজ-কম নাই? তোদের দেয়াল কয় হাজার ফুট উঁচু?" কনফিডেন্টলি জবাব দেয় একজন "বস, অনেক উঁচা, পেরায় ৫ ফুট।" হেড সাহেবের তো মাথা নষ্ট - "কস কি মমিন! পাপী আছে আর একটাও? নাকি সব পাখি ফুরুত?" "ধুরো বস, হুদাই টেনশন ন্যান ক্যান? এরা সব বাংলাদেশের পাপী। কেউ পলায় না এখান থেকে, একটা দেয়াল বায়া উঠতে গেলেই আরেকটা পিস থেইকা টাইন্না নামায়! ও মামা, বস'রে ভালো কইরা চিনি দিয়া এক কাপ চা দেও।" 

পুরানো জোক, সবার কমন পড়েছে, তাই না? আমাদের কথাই তো বলছে। আহ!!! কত বিখ্যাত আমরা!!! কি গর্ব লাগছে, তাই না? 

টাইম আউট। অনেক গর্বাগর্বি তো হলো, এইবার চলেন একটু কাজের কাজ করি। যারা ভালো কিছু করার চেষ্টা করছে, তাদের একটু পিছন থেকে ঠেলা দেই, টেনে না ধরে।

দেখি না কি হয়। দেশটা তো আমাদেরই, তাই না? 

আমরাই তো বাংলাদেশ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন