শনিবার, ৩ আগস্ট, ২০১৩

কোপ


কোপ:

বেশ কিছুদিন আগে ধর্ম নিয়ে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠির বাড়াবাড়ি দেখে আমরা কয়কজন মিলে একটা গান করেছিলাম, নাম "ধর্ম"; যারা আমার কাছের মানুষ, তারা বললো, কাজটা উচিত হয় নাই; আমাকে নাকি জামাত-শিবিররা এসে কোপাবে। 

রাজাকারদের ফাঁসি দেয়ার ব্যাপারে বিএনপির বেশরম অবস্থান নিয়ে একবার কিছু বললাম, একদল সিদ্ধান্তে পৌছে গেল যে আমি আসলে আওয়ামীলীগের ছুপা সাপোর্টার। যারা আমার কাছের মানুষ, তারা এবার বললো, এ কাজটাও নাকি ঠিক হয় নাই, এবার নাকি বিএনপি আমাকে কোপাবে। 

কালকে স্টেটাস দিলাম, টিভির খবরে বলেছে, সজীব ওয়াজেদ জয়'এর ফেইসবুক স্টেটাস'এ নাকি ২ ঘন্টায় ২ হাজারের বেশি লাইক পড়েছে - এটা নিয়ে। কাছের মানুষরা আবার চিন্তিত - এই কাজটাও নাকি ঠিক হয় নাই; আমি নাকি মাননীয় প্রধানমন্ত্রীর ছেলেকে কটাক্ষ করেছি।  মর জ্বালা। এবার নাকি আওয়ামিলিগ এসে আমাকে কোপাবে। একটু আগে গ্রীন রোড থেকে বনানী আসতে আসতে ৫০টারও বেশি (১০০টাও হতে পারে) নতুন বিলবোর্ড দেখলাম; এই সরকারের গুনগান-সম্বলিত "তথ্যে" ভরপুর, এবং"সারপ্রাইজিংলি"  বিলবোর্ডগুলো মালিক বড় বড় কর্পোরেট হাউজগুলি। ওরা নিশ্চয়ই "ভালোবেসে" এগুলো সরকারকে ধার দিয়েছে। এখন এটা নিয়ে স্টেটাস দিলেও হয়ত আমার কপালে কোপ কনফার্ম; কি বলেন কাছের মানুষরা? 

তাও ভালো ছিলো, বড় বড় সব দলবল আমাকে কোপাবে, নিজেকে বেশ কেউকেটা মনে হচ্ছিল। পরশু একটা "নিষ্পাপ" স্টেটাস দিলাম, বারিধারায় একটা গাড়ি রাত দুপুরে ভো-ভো করে আওয়াজ করে সবার ঘুম হারাম করে - তা নিয়ে। আমেরিকা থেকে এক বড় বোন ইনবক্স করলো "বেশি বাড়িস না ভাইয়া, এসব গাড়ি-ওয়ালাদের বিশ্বাস নাই, কি দরকার এদের পিছনে লাগার?" অন্তর্নিহিত অর্থ হলো - এই রাম-ছাগল ভো-ভো গাড়িওয়ালাও নাকি আমাকে কোপাতে আসতে পারে। 

কাছের মানুষদের ভালবাসা আর কনসার্ন'এর ঝোলে পুরা জাতির মেরুদন্ড যে পুতুপুতু হয়ে যাচ্ছে, সে খেয়াল কি কেউ করছেন? 

(এমনিতেই ফেইসবুকে ভয়ে ভয়ে থাকি, সুন্দর মেয়েদের ছবিতে লাইক বা কমেন্ট করতে গেলেই মগজে গায়েবী আওয়াজ শুনি, "মামা, বেশি বাড়িস না, বউ আসতেসে দাও নিয়া ... কোপাইতে।")

*** রাম-ছাগলটাকে কিন্তু এখনো পাওয়া যায়নি। ভূত-থেকে-ভূতে চলতে থাকুক, কি বলেন? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন