অনেক অনেক দিন আগের কথা। যখন কলাবাগানে ডাইনোসররা নির্ভয়ে কলাগাছ খেত, কাশ্মির আর কুমিল্লা একই রাজার আদেশ মেনে চলত। যখন একজন বেচারা ফেসবুকারের স্টেটাসে বা ছবিতে তার প্রানপ্রিয় স্ত্রী রেগুলার কমেন্ট দিত। (বিশাল দীর্ঘশ্বাস)
তারপর ... "এক ঝড় এসে ভেঙ্গে দিয়ে গেল, তাই এই জীবনটা এলোমেলো ...!" ঝড়ের গল্প বলি এবার: কোনো এক অলস দুপুরে প্রিয়-বিহনে (প্রিয় অফিসে ছিল) একাকী বধু ফেসবুকে এক আবেগঘন স্টেটাস দিল। (একজ্যাক্ট স্টেটাসটা মনে নাই, বাট "আই লাভ ইউ কুটুকুটু" টাইপ কিছু একটা হবে)। নিতান্তই কিউট একটা স্টেটাস, কিন্তু নিষ্ঠুর-পাষান প্রিয় এই স্টেটাস দেখে বিনা কারণে তেলেবেগুনে জ্বলে উঠলো। সাথে সাথে ফোন টু স্ত্রী "আমারে কি জোকার পাইসো নাকি তুমি? নাকি আমি অমুক, নাকি তমুক, যে কথায়-কথায় "জাআআন", "বাবুউউউ" বা "বেবেএএ" বলে পিতলামি দেখাই? হুমমম??? প্রেমের কথা ইনবক্স'এ বলো, স্টেটাস'এ কেন? তোমার এই স্টেটাস তো আমার অ্যাংরি-ইয়াং-ম্যান স্টেটাস'এর বারোটা বাজায়ে দিস্সে। এক্ষুনি ডিলিট কর এই স্টেটাস। বুজছো??"
কোনো মানে হয় বলেন? এত কিউট একটা স্টেটাস'এর জন্য এতগুলা কড়া কড়া কথা কি বেচারী বউ'টা ডিজার্ভ করে?? কক্ষনো না। সো, সে যা করার তাই করলো; চিরতরে সে তার পাষান স্বামী'র স্টেটাস'এ কমেন্ট করা বন্ধ করে দিল। ডাইনোসররা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল, নতুন নতুন দেশ জন্ম নিল, পাষান স্বামী "জাআআন", "বাবুউউউ" আর "বেবেএএ" ডেকে কত কান্নাই না কাঁদলো; পাথর বউ'এর মন গলাতে পারল না। (আরেকটা বিশাল দীর্ঘশাস)
পাষান-স্বামীর আজ জন্মদিন। শালার-পুত আমাকে পার্সোনালি বলসে যে ঐদিনের ঘটনার জন্য সে দুঃখিত ও অনুতপ্ত।
কিউট বউ'এর মন কি আজও গলবে না? পাথর কি আজও সফট হবে না? পাষান-স্বামীর স্টেটাস'এ কি আজও একটা কমেন্ট পরবে না???
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন