যারা আমার মত অল্প-বিস্তর খুশকি-সমস্যায় সমস্যায়িত, তাদের কাছে ইস্যুটা অপরিচিত না। চুল কাটাতে সেলুনে গেলেই তারা নানারকম ভাবে বোঝাতে চেষ্টা করে যে তাদের নতুন আসা ট্রিটমেন্ট এপলাই না করলে এই খুশকি একসময় ভয়ংকর রূপ ধারণ করবে। পারলে এটাও বলে যে একদিন এই খুশকি থেকে এইডস বা ক্যান্সারও হতে পারে।
ঈদের পরপর বলে আর হরতাল থাকায় আজ সেলুন একদম ফাঁকা; নাপিত সাহেব তার সেলস টার্গেট এচিভ করার জন্য সিরাম ডেসপারেট। তাই আজ তার ক্রিয়েটিভিটিও সেইইই লেভেলে।
"বুঝলেন স্যার, রোজার মাসে মাথার তালু পুষ্টি পায় কম। তালু যায় শুকোয়ে। আপনের মাথায় তো চিরুনিই দেয়া জাস্সে না, চলটা উঠতেসে। নতুন ট্রিটমেন্টটা দিয়া দেই স্যার; ৯০০ টাকা মাত্র। দিপো স্যার?"
"চুলও তো স্যার একমাসে ৫০% নাই হয়ে গেসে, এইটাও স্যার রমজানের এফেক্ট। একটা তেল মালিশ দিয়ে দিপো নাকি? ৪৫০ টাকা স্যার। দিপো?"
এই পর্যন্ত ঠিকঠাক ছিল; কিন্তু মামা তারপর যা বললো, আমি ১০০% কনফার্ম হয়ে গেলাম যে, এই ব্যক্তি পূর্বজন্মে একজন ক্রিয়েটিভ ডিরেক্টর কাম একাউন্ট ডিরেক্টর ছিল।
হাতে ক্ষুর নিয়ে ... জুলফি কাটতে গিয়ে ... হঠাত থেমে গিয়ে ... ড্রামাটিক স্টাইলে বললো:
"ইইই আল্লাহ স্যার, চামড়ার অবস্থা তো পুরাই বরবাদ! বিলেড লাগাইলেই বেলাড বাইর হয়ে আসপে!!!"
ঈদের পরপর বলে আর হরতাল থাকায় আজ সেলুন একদম ফাঁকা; নাপিত সাহেব তার সেলস টার্গেট এচিভ করার জন্য সিরাম ডেসপারেট। তাই আজ তার ক্রিয়েটিভিটিও সেইইই লেভেলে।
"বুঝলেন স্যার, রোজার মাসে মাথার তালু পুষ্টি পায় কম। তালু যায় শুকোয়ে। আপনের মাথায় তো চিরুনিই দেয়া জাস্সে না, চলটা উঠতেসে। নতুন ট্রিটমেন্টটা দিয়া দেই স্যার; ৯০০ টাকা মাত্র। দিপো স্যার?"
"চুলও তো স্যার একমাসে ৫০% নাই হয়ে গেসে, এইটাও স্যার রমজানের এফেক্ট। একটা তেল মালিশ দিয়ে দিপো নাকি? ৪৫০ টাকা স্যার। দিপো?"
এই পর্যন্ত ঠিকঠাক ছিল; কিন্তু মামা তারপর যা বললো, আমি ১০০% কনফার্ম হয়ে গেলাম যে, এই ব্যক্তি পূর্বজন্মে একজন ক্রিয়েটিভ ডিরেক্টর কাম একাউন্ট ডিরেক্টর ছিল।
হাতে ক্ষুর নিয়ে ... জুলফি কাটতে গিয়ে ... হঠাত থেমে গিয়ে ... ড্রামাটিক স্টাইলে বললো:
"ইইই আল্লাহ স্যার, চামড়ার অবস্থা তো পুরাই বরবাদ! বিলেড লাগাইলেই বেলাড বাইর হয়ে আসপে!!!"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন