বউ: তোমার ঈদের পাঞ্জাবি হয়ে গেছে। দর্জির দোকান থেকে তুলে আইনো।
আমি: বাহ্, জোশ। যাক, নতুন ২/৩টা ভালো পাঞ্জাবী হয়ে গেছে আমার। পুরানোগুলা বের করে দিব নে, গরীব মানুষদের দিয়ে দিও।
বউ: (উইথ এ ঝামটা) তোমার মত মোটা-তাজা গরীব মানুষ পাব কোই আমি, যে পাঞ্জাবী দান করব?
.
.
মাননীয় স্পিকার, আমার এই লেখাতে কেউ যদি শ্রেনিবিভেদের গন্ধ পেয়ে "গরীব" শব্দটি এক্সপাঞ্জ করতে চান, আমার আপত্তি নাই। কিন্তু মাননীয় স্পিকার, "মোটা-তাজা" বলে এভাবে কটাক্ষ করে কিন্তু আমার বউ'ও একই ভাবে শ্রেণীবিভাজন-দোষে-দুষ্ট। সুতরাং, আমারটা এক্সপাঞ্জ করা হলে তারটাও করতে হবে।
গরীবের কষ্ট গরীব তো বোঝেই, বড়লোকরাও মাঝে মাঝে বোঝে। কিন্তু মোটার দুঃখ কে বোঝে বলেন? কে কে কে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন