কোনো একটা কারণে আজকে মাথার মধ্যে একটা ইস্যু ঢুকে বসে আছে। ইস্যুটা খোঁচাচ্ছে খুব। তাই ভাবলাম শেয়ার করি।
আমরা সবসময় আমাদের কাছের মানুষদের দোষ-ত্রুটি নিজেদের মাঝেই লুকিয়ে রাখি। আমাদের খারাপ অবস্থাটা দিনদিন আরো খারাপ হওয়ার পিছনে কি এটা একটা বড়সর ভূমিকা রাখছে না? একটু ভেঙ্গে বলব?
ধরুন, আমার বন্ধু ড্রাগস্ নেয় - সেটা আমি কখনোই আমার বাবা-মা'কে জানাইনা। একদিন বন্ধুর দেখাদেখি আমিও নেশা করা শুরু করি। তখন আমার ফ্যামিলি চেষ্টা করে ব্যাপারটাকে গোপন করে রাখতে। কারণ লোকজন তো তখন নিজের ফ্যামিলি নিয়েই আজেবাজে কথা বলবে।
এবার আরেকটু বড় এঙ্গেলে ভাবুন। বাংলাদেশের সব পেশাতেই এখন কম-বেশি খারাপ মানুষ ঢুকে পড়েছে, এবং এই পার্সেন্টেজ দিন দিন আরো বাড়ছে। কিন্তু খেয়াল করে দেখবেন কেউই কিন্তু নিজের পেশাটাকে সবচাইতে খারাপ পেশা বলে মেনে নিতে রাজি না। ঠিক সেই নেশাগ্রস্থ ছেলেটার বাবা-মা'র মত, নিজের পেশার বা নিজের ইন্ডাস্ট্রি'র দোষ-ত্রুটিগুলি আমরাও চেষ্টা করি নিজেদের মধ্যেই চেপে রাখতে। প্রেস্টিজ ইস্যু বলে কথা। আমাদের বক্তব্যগুলো এই টাইপ হয় সবসময় "কোন লাইন'এ দুই নম্বর লোক নাই বলেন? সব প্রফেশনই পঁচে গেছে; আমাদেরটা তো তাও এখনো কিছুটা ভালো আছে।" পুলিশরা বলে রাজনীতিবিদরা বেশি খারাপ, টিচাররা বলে ডাক্তাররা বেশি খারাপ, সরকারী চাকরিজীবিরা কিছুতেই মানবেন না যে তারাই সবচাইতে রটেন, আবার প্রাইভেট চাকরি যারা করেন তাদের বক্তব্য'ও ভিন্ন কিছু না। বিপদ হয় যারা লাইমলাইটে বেশি আসে, তাদের। সবার সহজ টার্গেট হয়ে যায় তারা। আশরাফুল জাতির কলংক হয়ে যায় এক নিমিষে, অনন্ত জলিলের গুষ্টি উদ্ধারে ব্যস্ত হয়ে যায় পুরা জাতি। আমার কি মনে হয় জানেন? আমরা জাস্ট নির্লজ্জের মত অভিযোগের তীরটা যেন নিজের গায়ে না লাগে, সেজন্য এভাবে আমরা তীরটা ডাইভার্ট করে দেই।
আমি বাংলাদেশের বিজ্ঞাপন ইন্ডাস্ট্রির একজন মানুষ; এবং আমিও মোটামুটি বেহায়ার মতই এই ইন্ডাস্ট্রির দিকে যেন কেউ আঙ্গুল না তোলে, সে ব্যাপারে সচেষ্ট থাকি। নিজের ফ্রেন্ড সার্কেলে অন্য এজেন্সির করা বিজ্ঞাপনের পিন্ডি চটকে লাল করে ফেললেও, পাবলিক ফোরামে কখনো সমালোচনা করি না। ভাবটা থাকে এমন - "কোন লাইন'এ দুই নম্বর লোক নাই বলেন? সব প্রফেশনই পঁচে গেছে; আমাদেরটা তো তাও এখনো কিছুটা ভালো আছে।"
মজার জিনিস কি জানেন? এই যুক্তিটা কিন্তু আমি অন্তর থেকেই বিশ্বাস করি। যেমন করে বাকি সব প্রফেশনের মানুষরা।
ভালই তো? ভালো না? যতদিন না পর্যন্ত "বাংলাদেশের সবচাইতে দুর্নীতিগ্রস্ত প্রফেশন"এর তকমাটা গায়ে না লাগছে, এভাবেই চালিয়ে যাই। কি বলেন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন