শনিবার, ৫ জুলাই, ২০১৪

অশুদ্ধ ভাষা

ছোটবেলায় অশুদ্ধ ভাষায় কথা বললে চরম ঝাড়ি খেতাম খালাদের কাছে।

একবার স্কুলে ফুটবল খেলতে গিয়ে পা'এর নখ উঠে গেল। রক্তমাখা পা নিয়ে বাসায় ঢুকতেই পড়লাম ছোট খালার সামনে।

"পা কাটল কিভাবে তোমার?"

"রাস্তায় উশটা খাইসি।"

"উশটা???!!! উশটা কি জিনিশ? ঠিক মত কথা বল।"

নখ ওঠার ব্যাথা, খালার ঝাড়ি - সব মিলিয়ে তখন এলোমেলো অবস্থা আমার। হাজার খুঁজেও উশটা'র শুদ্ধ ভার্শন খুঁজে পেলাম না।

"ইয়ে মানে, রাস্তায় উশটো খেয়েছি।"

আমার শুদ্ধ ভাষা ব্যাবহারের এই নাদান প্রয়াসে "উশটা" বলার অপরাধ মাফ হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু এই "উশটো" নিয়ে পরবর্তী কয়েকদিন অনেক হাসাহাসি সহ্য করতে হয়েছিল আমাকে।

------

বর্তমান সময়ের একটা কনভারসেশনকে যদি "শুদ্ধ" ভাষায় ট্রান্সলেট করি, তাহলে কি এমন দাঁড়াবে?

"পাশের ফ্ল্যাটের ছেলেটা তো দেখি পুরাই বাদামে। শুদাই সারাদিন টো-টো করে ঘোরে, কাজ-কর্ম তো কিছু করতে দেখি না।"

"তাতে তোমার প্রবলেম কি? আজারে যারতার পারসোনাল লাইফে বামহাত হাঁদিয়ে দেয়ার খাসলতটা তোমার গেলই না।

"বলো কি মমিন? তোমার কথা শুনে তো পুরাই তব্দ খেয়ে গেলাম। ত্যানা-প্যাঁচানো তো আমি তোমার কাছ থেকেই শিখলাম।

"অইত্তেরি। সব দোষ এখন আমার! বাহ, ভাল তো। ভাল না?"

------

ওরে, তোরা কেউ আমাকে মেরে ফেলছিস না কেন রে!!!

------

অ্যাপেনডিক্সঃ

বাদামে - বাদাইম্মা
শুদাই - হুদাই - অ্যাপ্লাইং দা সেইম লজিক, যেভাবে শালার ছেলে বিকেইম হালার-পো)
আজারে - আজাইরা
হাঁদিয়ে - হান্দাইয়া
খাসলত - খাইস্লত
তব্দ - তব্দা (এইটা কি আসলে "স্তব্ধ" থেকে এসেছে?)
বলো কি মমিন - কস কি মমিন?
ত্যানা প্যাঁচানো - প্লিজ সামবডি হেল্প মি, ত্যানা-প্যাঁচানো'র শুদ্ধ কি হবে???
অইত্তেরি - Arif R Hossain, আপনার সাহায্য প্রয়োজন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন