শনিবার, ৫ জুলাই, ২০১৪

যুক্তবর্ণ

মেয়ের ফাইনাল পরীক্ষার খাতা দিয়েছে। মাশাল্লাহ, ভাল রেজাল্ট করেছে।

বাপসুলভ পাকনামি করতে হয়ে বলে খাতাগুলি নেড়েচেড়ে দেখছি। বাংলা খাতা দেখে আক্কেল গুড়ুম।

প্রশ্ন হল "যুক্তবর্ণ ভেঙ্গে দেখাও ও দুটো করে শব্দ লিখ"

"ণ্ঠ" - মেয়ে লিখেছে "ণ + ঠ", "কণ্ঠ" আর "গণ্ঠ"। (টিচার প্রথমটায় নম্বর দিয়েছে, দ্বিতীয়টায় গোল্লা।)

"গ্ধ" - মেয়ে লিখেছে "গ + ধ", "মুগ্ধ" আর "বগ্ধ"। (যথারীতি টিচার প্রথমটায় নম্বর দিয়েছে, দ্বিতীয়টায় গোল্লা।)

আমি মেয়েকে ডাকলাম। "কাহিনী কি মা? গব্দ, গণ্ঠ ... এইসব কই পাইসস?"

জবাব পেলাম, "প্রশ্নটা ঠিকমত পড়ে তারপর ঝাড়িটা মারলে খুশি হতাম। প্রশ্নে বলা ছিল দুটি শব্দ লিখতে হবে। মিনিংফুল শব্দ লিখতে হবে সেটা তো কোথাও বলে নাই। গব্দ, গোব্দা, গণ্ঠ, মণ্ঠ ... যাই লিখতাম, টিচারের উচিত ছিল সবকিছুতেই নম্বর দেয়া। বাদ দাও বাবা, রেজাল্ট যেহেতু ভাল হয়েছে, তাই টিচারকে কিছু বলার দরকার নাই।"

ইয়ে মানে, আমি কিন্তু পুরাই হব্ধ হয়ে গেলাম।

*সাক্ষ্যপ্রমাণ কমেন্টে দেয়া হল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন