খবর
দেখার মত সাহস হচ্ছে না। ছোটছোট বাচ্চাগুলির রক্তাক্ত শরীর দেখার মত মানসিক
শক্তি আমার নাই। ফেইসবুকে কিছু ছবি, আর বিবিসি, সিএনএন, আলজাজিরার কিছু
কাভারেজ দেখে আমি ভাষা হারিয়ে ফেলেছি।
রাজনৈতিক বা কূটনৈতিক কারণ যাই থাকুক না কেন, নিরপরাধ নারী-শিশুদের উপর এমন হামলা কিভাবে মেনে নিচ্ছে বিশ্বশান্তির ধারক ও বাহকরা? কিছু করা হচ্ছে না কেন? এটা কেমন বিচার?
দোআ করা ছাড়া আর কিছু করার নাই আমাদের। তাই দু'হাত তুলে আল্লাহ্'র কাছে প্যালেস্টাইন'এর ভয়ংকর অসহায় মানুষগুলির জীবনের জন্যর প্রার্থনা করছি। আল্লাহ্, তুমি তাদের দিকে একটু তাকাও। আর যুদ্ধবাজ অসুস্থ মানুষগুলির মগজে শুভবুদ্ধির উদয় ঘটাও; তাদের ঠিক পথ দেখাও।
মানুষ যখন আর মানুষ থাকে না, তখন সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ তাদের পথ দেখাতে পারে না।
রাজনৈতিক বা কূটনৈতিক কারণ যাই থাকুক না কেন, নিরপরাধ নারী-শিশুদের উপর এমন হামলা কিভাবে মেনে নিচ্ছে বিশ্বশান্তির ধারক ও বাহকরা? কিছু করা হচ্ছে না কেন? এটা কেমন বিচার?
দোআ করা ছাড়া আর কিছু করার নাই আমাদের। তাই দু'হাত তুলে আল্লাহ্'র কাছে প্যালেস্টাইন'এর ভয়ংকর অসহায় মানুষগুলির জীবনের জন্যর প্রার্থনা করছি। আল্লাহ্, তুমি তাদের দিকে একটু তাকাও। আর যুদ্ধবাজ অসুস্থ মানুষগুলির মগজে শুভবুদ্ধির উদয় ঘটাও; তাদের ঠিক পথ দেখাও।
মানুষ যখন আর মানুষ থাকে না, তখন সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ তাদের পথ দেখাতে পারে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন