শনিবার, ৫ জুলাই, ২০১৪

ললিপঅঅঅঅপ

ছেলের বয়স মাত্র দুই, কিন্তু মেজাজ পঞ্চান্ন বছরের বুড়ার মত।

কোন কিছু মনমত না হলেই চোখ গরম করে "পঅঅঅঅপ" করে ঝারি দেয়। যখন-তখন, যার-তার সামনে। বাবা-মা হিসেবে এ নিয়ে আমরা ভালোই বিব্রত।

কি লজ্জার কথা বলেন তো, হাঁটুর বয়সী পোলা, যদি মেহমানের সামনে "পঅঅঅঅপ" মেরে দেয়, বেইজ্জতি হয়ে যাবে না?

শান্তির কথা হল মেয়ে আমার বিশাল বুদ্ধিমতি। বরাবরের মত এবারও সমস্যার সমাধান করে ফেললো।

কয়েকটা সেশন নিয়ে সে জীয়নকে শিখাতে সক্ষম হল, যে "পঅঅঅঅপ" হল ছোট বকা, এটা দিলে খুব একটা লাভ হয় না। বড় বকা হল "ললিপঅঅঅঅপ" - যেটা দিলে বাবা-মা ভয়ে হিসু করে দিবে।

ব্যাস, পুত্র আমার মহা খুশি। "পঅঅঅঅপ" পুরাপুরি ভুলে গেল, এখন রেগে গেলেই সে চোখ পাকিয়ে বলে "বাবাআআআ, মাআআআ, ললিপঅঅঅঅপ" ।

আমরা হেসে দিলে সে আরও গরম হয়ে বলে, "ললিপঅঅঅঅপ বলসি কিন্তুউউউ"।

আমরা তখন অনেক ভয় পাই। আমাদের ভয় দেখে ছেলের রাগও কমে যায়।

আহ, আই অ্যাম সো প্রাউড অফ মাই গার্ল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন