সোমবার, ২৮ জুলাই, ২০১৪

কেবিসি'র নতুন অ্যাড

কেবিসি'র নতুন অ্যাড'টা অসাধারণ হয়েছে।

কিছু কিছু অ্যাড আছে, যেগুলি দেখলে মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করে "ইশশ, এই আইডিয়াটা ক্যান আমার মাথায় আসল না!" - এইটা তেমনি একটা অ্যাড।

পাশাপাশি দুইটা বাসা; একটা হিন্দুদের, একটা মুসলমানের। কেবিসি প্রোগ্রামটাকে উপলক্ষ করে কিভাবে দুই বাসার মানুষগুলি এক হয়ে যায় - এটাই বিজ্ঞাপনের কনসেপ্ট।

এইবার মজা দেখেন। অ্যাড'টা দেখার পর নানান মানুষের নানান কমেন্ট পড়ছিলাম। কিছু অসাধারণ কমেন্ট তুলে দেয়ার লোভটা সামলাতে পারলাম না।

আমরা যে কত তুচ্ছাতিতুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করতে পারি, তার একটা নমুনা দেখতে পাবেন।

---------

প্রথমজনঃ কবে এই জিনিষটা আমরা বুঝবো ?

দ্বিতীয়জনঃ বাট বিশ্বাস আলাদা। গরুর রক্তের রং ও লাল, এখন গরুও যদি নিজেরে মানুষ দাবী করে তাইলে তো হবে না। (এই কমেন্টে ৩ টা লাইকও আছে)

তৃতীয়জনঃ গরুতো গরুই। এখানে মানুষের কথা বলা হচ্ছে। মানুষের মতো গরুতে তো এত ভেদাভেদ নেই। ঠিক না?

চতুর্থজনঃ ****'er kotha sunay monay hoy say nijaye gori. Tar moto kichu goru achay bolay aj dun ire ai obostha.

দ্বিতীয়জনঃ গরুতেও ভেদাভেদ আছে। ফ্রিজিয়ান গরু, সিন্ধি গরু, অস্ট্রেলিয়ান গরু এরকম আরো অনেক। শুধু নামেই না, গঠন, আকার,ও প্রকৃতিতেও তফাৎ আছে। দেশি গরুর চেয়ে ফ্রিজিয়ান ও সিন্ধি গরু দুধ দেয় অনেক বেশি, আবার ইন্ডিয়ান গরুর সাইজ দেশি গরুর চেয়ে অনেক বড়। অথচ মজার ব্যাপার হল, গরুগুলোর রক্তের রং এক। কাজেই রক্তের রং এক হলেই প্রভেদ থাকবে না এটা কোন যুক্তি হতে পারে না। বৈচিত্র্যময় এ পৃথিবীতে ভেদাভেদ আছে বলেই জীবন গতিশীল।

আবারও দ্বিতীয়জনঃ জনাব ***** (চতুর্থজন), আগে মানুষের মত শুদ্ধভাবে লিখতে শিখুন, তারপর না হয় বের করা যাবে কে গরু আর কে মানুষ। লিখছেন তো বাংলিশে, তাও যদি goru কে gori লিখেন তো কিভাবে হবে?

------

যেকোনো জিনিস'কে পিওর কমেডি লেভেলে নিয়ে যেতে পারার যে অসাধারণ ক্ষমতা, তা মনে হয় শুধু আমাদেরই আছে।

ঠিক না?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন